
চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন ভেনেজুয়েলার গণতন্ত্রকামী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। শুক্রবার (১০ অক্টোবর) নরওয়েজিয়ান নোবেল কমিটি এই ঘোষণা দেয়।নোবেল কমিটি এক বিবৃতিতে জানায়, গণতান্ত্রিক অধিকার ও মানবিক মূল্যবোধ রক্ষায় মাচাদোর নিরলস প্রচেষ্টার স্বীকৃতি হিসেবেই তাকে এই মর্যাদাপূর্ণ পুরস্কারে সম্মানিত করা হয়েছে। একনায়কতন্ত্রের ছায়া থেকে ভেনেজুয়েলাকে গণতন্ত্রের পথে এগিয়ে নিতে দীর্ঘদিন ধরে সংগ্রাম করে যাচ্ছেন এই নারী রাজনীতিক।
এর আগের বছর শান্তিতে নোবেল পেয়েছিল জাপানের মানবাধিকারভিত্তিক সংগঠন ‘নিহন হিদানকিও’, যারা পারমাণবিক হামলার শিকারদের প্রতিনিধিত্ব করে এবং পারমাণবিক অস্ত্রবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখে।
এদিকে, চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার লাভে আগ্রহ প্রকাশ করেছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে শেষ পর্যন্ত তিনি মনোনীত হননি।
উল্লেখ্য, এ বছর শান্তিতে নোবেল পুরস্কারের জন্য ৩৩৮ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান মনোনয়ন পেয়েছিলেন। তবে কারা মনোনীত হয়েছেন, সে তালিকা প্রকাশ করা হয় না। নোবেল কমিটির নিয়ম অনুযায়ী, মনোনয়ন সংক্রান্ত তথ্য আগামী ৫০ বছর পর্যন্ত গোপন রাখা হবে।