ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২

ফ্যাসিস্ট বুদ্ধিজীবীরা পাহাড়ে অশান্তির জন্য দায়ী: স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবিঃ সংগৃহিত

জাতীয় নির্বাচন সামনে রেখে দেশের শান্তি ও সুষ্ঠু ভোটপ্রক্রিয়া নিশ্চিত করতে যেকোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টিকারী ব্যক্তি ও গোষ্ঠীকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (১২ অক্টোবর) সকালে সচিবালয়ে কোর কমিটির সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। তিনি জানান, আসন্ন নির্বাচনে ৮০ হাজার স্বশস্ত্র বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন। পাশাপাশি ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে কঠোর নির্দেশনা দিয়েছেন যাতে তারা কোনো আইনবিরুদ্ধ কার্যকলাপে যুক্ত না হন। তিনি আরও জানান, পাহাড়ি এলাকায় অতীতে বিশৃঙ্খলা সৃষ্টিতে ফ্যাসিস্ট বুদ্ধিজীবীদের প্ররোচনা ছিল, তবে বর্তমানে পাহাড়াঞ্চল অনেকটাই শান্ত রয়েছে।

তিনি বলেন, বিগত ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী ব্যক্তিদের আসন্ন নির্বাচনে যথাসম্ভব দায়িত্ব প্রদান থেকে বিরত রাখা হবে।

জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর প্রশিক্ষণ দ্রুত সম্পন্ন করার পরিকল্পনা জানিয়ে তিনি বলেন, ইতোমধ্যে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করতে প্রায় দেড় লাখ পুলিশ সদস্যকে নির্বাচনি প্রশিক্ষণ দেওয়া হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০২৬ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

ফ্যাসিস্ট বুদ্ধিজীবীরা পাহাড়ে অশান্তির জন্য দায়ী: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় : ১২:৫৫:৩২ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫

জাতীয় নির্বাচন সামনে রেখে দেশের শান্তি ও সুষ্ঠু ভোটপ্রক্রিয়া নিশ্চিত করতে যেকোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টিকারী ব্যক্তি ও গোষ্ঠীকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (১২ অক্টোবর) সকালে সচিবালয়ে কোর কমিটির সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। তিনি জানান, আসন্ন নির্বাচনে ৮০ হাজার স্বশস্ত্র বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন। পাশাপাশি ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে কঠোর নির্দেশনা দিয়েছেন যাতে তারা কোনো আইনবিরুদ্ধ কার্যকলাপে যুক্ত না হন। তিনি আরও জানান, পাহাড়ি এলাকায় অতীতে বিশৃঙ্খলা সৃষ্টিতে ফ্যাসিস্ট বুদ্ধিজীবীদের প্ররোচনা ছিল, তবে বর্তমানে পাহাড়াঞ্চল অনেকটাই শান্ত রয়েছে।

তিনি বলেন, বিগত ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী ব্যক্তিদের আসন্ন নির্বাচনে যথাসম্ভব দায়িত্ব প্রদান থেকে বিরত রাখা হবে।

জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর প্রশিক্ষণ দ্রুত সম্পন্ন করার পরিকল্পনা জানিয়ে তিনি বলেন, ইতোমধ্যে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করতে প্রায় দেড় লাখ পুলিশ সদস্যকে নির্বাচনি প্রশিক্ষণ দেওয়া হবে।