
রাঙামাটির বগাছড়ি এলাকায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ ইউপিডিএফের পোস্ট কমান্ডার এবং তার এক সহযোগীকে আটক করা হয়েছে। রোববার (১২ অক্টোবর) দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্ট অনুযায়ী, গত শনিবার (১১ অক্টোবর) দুপুরে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বগাছড়ি এলাকায় একটি বিশেষ তল্লাশি চেকপোস্ট স্থাপন করা হয়। অভিযান চলাকালে সেনাসদস্যদের উপস্থিতি টের পেয়ে একটি মোটরসাইকেল চেকপোস্টের ১৫০ মিটার আগেই থেমে পালানোর চেষ্টা করে। দ্রুত পদক্ষেপ নিয়ে সেনা সদস্যরা মোটরসাইকেলসহ দু’জনকে আটক করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ এবং পূর্বে সংগৃহীত তথ্য ও ছবি বিশ্লেষণ করে আটক দুজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়। তারা হলেন, ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) পোস্ট কমান্ডার কর্ম চাকমা এবং তার সহযোগী লেলিন চাকমা।
তল্লাশিতে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি পিস্তল ও একটি ম্যাগাজিন,৩ রাউন্ড গুলি, একটি ওয়াকিটকি সেট, দুটি মোবাইল ফোন, দুটি চাঁদা আদায়ের রসিদ
বাংলাদেশ সেনাবাহিনীর পোস্টে আরও বলা হয়, পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর অভিযান চলমান থাকবে। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সব জাতিগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ।
ডেক্স নিউজ/নিউজ টুডে 



























