
উত্তর আফ্রিকার দেশ সুদানে ফের ঘটেছে ভয়াবহ সহিংসতা। আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (RSF)-এর হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৬০ জন। নিহতদের মধ্যে নারী, শিশু ও বৃদ্ধরাও রয়েছেন।
রোববার (১২ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়, বিদ্রোহী বাহিনীর টার্গেট ছিল উত্তর দারফুরের আল ফাশির শহরের একটি আশ্রয়শিবির। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত দুই দফা ড্রোন হামলা ও অন্তত আটবার গোলাবর্ষণ চালানো হয় সেখানে। এতে আল আরকাম ক্যাম্পের বহু স্থাপনা ধ্বংস হয় এবং ধ্বংসস্তূপের নিচে অনেকে চাপা পড়ে মারা যান। একইসঙ্গে জীবন্ত পুড়িয়ে হত্যার ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।
স্থানীয় ‘আল ফাশির রেজিস্ট্যান্স কমিটি’ এক বিবৃতিতে জানিয়েছে, এ হামলা ছিল পরিকল্পিত গণহত্যা। তারা অভিযোগ করেছে, ঠান্ডা মাথায় শিশু, নারী ও বয়স্কদের হত্যা করা হয়েছে।
প্রসঙ্গত, গত কয়েক মাস ধরে দারফুর অঞ্চলের কৌশলগত শহর আল ফাশির নিয়ন্ত্রণে নিতে সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে আরএসএফ। এর ফলে শহরটি কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে। খাদ্য ও ওষুধ সরবরাহ বন্ধ থাকায় মানবিক সংকট ভয়াবহ আকার ধারণ করেছে।
জাতিসংঘের তথ্যানুযায়ী, বর্তমানে ওই অঞ্চলে প্রায় আড়াই লাখ মানুষ অবরুদ্ধ অবস্থায় মানবেতর জীবন যাপন করছেন।