ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

হামাস সাত বন্দি ছাড়লো, আরও মুক্তির অপেক্ষা

ছবিঃ সংগৃহীত

গাজা উপত্যকায় উত্তেজনা কিছুটা প্রশমিত হয়েছে। হামাস সম্প্রতি সাতজন ইসরায়েলি বন্দিকে আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (ICRC) কাছে হস্তান্তর করেছে। এছাড়া আরও ১৩ জন বন্দি শিগগির মুক্তি পেতে যাচ্ছেন বলে জানা গেছে। তবে এখনও প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দি মুক্তির অপেক্ষায় রয়েছেন। এ পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলের নজর বন্দি বিনিময় ও যুদ্ধবিরতির দিকে।

এদিকে, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেছেন। তিনি মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন, যেখানে তিনি ইসরায়েলের জাতীয় সংসদ কনেসেটে ভাষণ দেবেন এবং মিশরে অনুষ্ঠিত গাজা যুদ্ধবিরতি সংক্রান্ত এক আন্তর্জাতিক সমাবেশে সহসভাপতির দায়িত্ব পালন করবেন।

অপরদিকে, গাজার উত্তরাঞ্চলে ধ্বংসপ্রাপ্ত ঘরবাড়িতে ধীরে ধীরে ফিরতে শুরু করেছে ফিলিস্তিনিরা। দীর্ঘদিনের গোলাবর্ষণ ও বোমা হামলার ক্ষতচিহ্ন নিয়ে তারা ফিরছেন নিজেদের ভাঙা আশ্রয়ে। তবে পরিস্থিতি এখনো স্বাভাবিক নয়। খাদ্য, ওষুধ ও অন্যান্য জরুরি সরঞ্জামের সরবরাহ চরমভাবে সীমিত, যার ফলে মানবিক সংকট আরও গভীরতর হচ্ছে।

২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া ইসরায়েল-হামাস সংঘর্ষে গাজা উপত্যকায় এখন পর্যন্ত কমপক্ষে ৬৭ হাজার ৮০৬ জন নিহত এবং প্রায় ১ লাখ ৭০ হাজার ৬৬ জন আহত হয়েছেন। ওই একই দিনে ইসরায়েলে হামাসের আক্রমণে নিহত হন ১,১৩৯ জন এবং বন্দি হন প্রায় ২০০ জন ইসরায়েলি নাগরিক। সংঘাত শুরুর এক বছর পেরিয়ে গেলেও পরিস্থিতি এখনো জটিল ও উত্তপ্ত।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে ভুল রক্ত পুশে সিজারের রোগীর মৃত্যু

হামাস সাত বন্দি ছাড়লো, আরও মুক্তির অপেক্ষা

আপডেট সময় : ১২:২৬:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

গাজা উপত্যকায় উত্তেজনা কিছুটা প্রশমিত হয়েছে। হামাস সম্প্রতি সাতজন ইসরায়েলি বন্দিকে আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (ICRC) কাছে হস্তান্তর করেছে। এছাড়া আরও ১৩ জন বন্দি শিগগির মুক্তি পেতে যাচ্ছেন বলে জানা গেছে। তবে এখনও প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দি মুক্তির অপেক্ষায় রয়েছেন। এ পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলের নজর বন্দি বিনিময় ও যুদ্ধবিরতির দিকে।

এদিকে, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেছেন। তিনি মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন, যেখানে তিনি ইসরায়েলের জাতীয় সংসদ কনেসেটে ভাষণ দেবেন এবং মিশরে অনুষ্ঠিত গাজা যুদ্ধবিরতি সংক্রান্ত এক আন্তর্জাতিক সমাবেশে সহসভাপতির দায়িত্ব পালন করবেন।

অপরদিকে, গাজার উত্তরাঞ্চলে ধ্বংসপ্রাপ্ত ঘরবাড়িতে ধীরে ধীরে ফিরতে শুরু করেছে ফিলিস্তিনিরা। দীর্ঘদিনের গোলাবর্ষণ ও বোমা হামলার ক্ষতচিহ্ন নিয়ে তারা ফিরছেন নিজেদের ভাঙা আশ্রয়ে। তবে পরিস্থিতি এখনো স্বাভাবিক নয়। খাদ্য, ওষুধ ও অন্যান্য জরুরি সরঞ্জামের সরবরাহ চরমভাবে সীমিত, যার ফলে মানবিক সংকট আরও গভীরতর হচ্ছে।

২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া ইসরায়েল-হামাস সংঘর্ষে গাজা উপত্যকায় এখন পর্যন্ত কমপক্ষে ৬৭ হাজার ৮০৬ জন নিহত এবং প্রায় ১ লাখ ৭০ হাজার ৬৬ জন আহত হয়েছেন। ওই একই দিনে ইসরায়েলে হামাসের আক্রমণে নিহত হন ১,১৩৯ জন এবং বন্দি হন প্রায় ২০০ জন ইসরায়েলি নাগরিক। সংঘাত শুরুর এক বছর পেরিয়ে গেলেও পরিস্থিতি এখনো জটিল ও উত্তপ্ত।