ঢাকা ০৯:১৬ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

হজযাত্রী নিবন্ধনের সময় বাড়িয়ে ১৬ অক্টোবর পর্যন্ত নির্ধারণ

সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী নিবন্ধনের সময়সীমা আগামী ১৬ অক্টোবর, বৃহস্পতিবার পর্যন্ত বাড়িয়েছে সরকার। আজ ১৪ অক্টোবর, মঙ্গলবার ধর্ম মন্ত্রণালয়ের হজ-৩ শাখা থেকে এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়েছে।

পত্রে জানানো হয়, বিশেষ বিবেচনায় হজ নিবন্ধনের সময় বাড়ানো হয়েছে। আগ্রহী হজযাত্রীদের এই সময়ের মধ্যেই নিবন্ধন সম্পন্ন করে হজে যাওয়ার প্রস্তুতি নিতে বলা হয়েছে।

এর আগে সৌদি সরকারের হজ রোডম্যাপ অনুযায়ী, ১২ অক্টোবর, রোববার পর্যন্ত নিবন্ধনের সময়সীমা নির্ধারিত ছিল এবং তখন জানানো হয়েছিল যে, সময়সীমা আর বাড়ানো হবে না। তবে শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন করে নিবন্ধনের মেয়াদ বাড়ানো হলো।

ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের হজে বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালনের সুযোগ পাবেন যাদের মধ্যে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রা করবেন হাজিরা।

প্রসঙ্গত, আগামী বছর মে মাসের শেষ সপ্তাহে, চাঁদ দেখা সাপেক্ষে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে ভুল রক্ত পুশে সিজারের রোগীর মৃত্যু

হজযাত্রী নিবন্ধনের সময় বাড়িয়ে ১৬ অক্টোবর পর্যন্ত নির্ধারণ

আপডেট সময় : ০৯:০৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী নিবন্ধনের সময়সীমা আগামী ১৬ অক্টোবর, বৃহস্পতিবার পর্যন্ত বাড়িয়েছে সরকার। আজ ১৪ অক্টোবর, মঙ্গলবার ধর্ম মন্ত্রণালয়ের হজ-৩ শাখা থেকে এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়েছে।

পত্রে জানানো হয়, বিশেষ বিবেচনায় হজ নিবন্ধনের সময় বাড়ানো হয়েছে। আগ্রহী হজযাত্রীদের এই সময়ের মধ্যেই নিবন্ধন সম্পন্ন করে হজে যাওয়ার প্রস্তুতি নিতে বলা হয়েছে।

এর আগে সৌদি সরকারের হজ রোডম্যাপ অনুযায়ী, ১২ অক্টোবর, রোববার পর্যন্ত নিবন্ধনের সময়সীমা নির্ধারিত ছিল এবং তখন জানানো হয়েছিল যে, সময়সীমা আর বাড়ানো হবে না। তবে শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন করে নিবন্ধনের মেয়াদ বাড়ানো হলো।

ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের হজে বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালনের সুযোগ পাবেন যাদের মধ্যে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রা করবেন হাজিরা।

প্রসঙ্গত, আগামী বছর মে মাসের শেষ সপ্তাহে, চাঁদ দেখা সাপেক্ষে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে।