
সৌদি আরবের আল কাসিম অঞ্চলের এক নির্জন মরুভূমি এলাকায় পাথরের নিচে চাপা দেওয়া অবস্থায় সবুজ মাতুব্বর নামের এক বাংলাদেশি প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ। নিখোঁজের ১৫ দিন পর গত সোমবার (১৪ অক্টোবর) মরদেহটি উদ্ধার করা হয়।
সবুজ মাতুব্বর মাদারীপুর জেলার শিবচর উপজেলার মানিকপুর গ্রামের বাসিন্দা। ভ্যানচালক বাবার একমাত্র সন্তান সবুজ ভাগ্য বদলের আশায় ধারদেনা করে প্রায় এক বছর আগে সৌদি আরবের একটি কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ নিতে যান।
পরিবারের সদস্যরা জানান, সর্বশেষ গত ২৯ সেপ্টেম্বর বাবার সঙ্গে ফোনে কথা হয় সবুজের। সে সময় সবুজ জানান, ১ অক্টোবর তিনি ১০ হাজার টাকা পাঠাবেন। কিন্তু নির্ধারিত দিনে টাকা না পেয়ে পরিবার তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে, তবে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এরপর থেকেই তার খোঁজ মিলছিল না।
নিখোঁজের দুই সপ্তাহ পর আল কাসিম এলাকার পাশের একটি নির্জন মরুভূমি থেকে পাথর চাপা দেওয়া একটি মরদেহ উদ্ধার করে সৌদি পুলিশ। পরে মরদেহের পরনের পোশাক দেখে সেখানে থাকা বাংলাদেশি প্রবাসীরা সেটি সবুজের মরদেহ হিসেবে শনাক্ত করেন।
সবুজের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে ও এলাকায়। পরিবার জানায়, তাদের পক্ষে প্রবাসে থাকা মরদেহ দেশে ফিরিয়ে আনার খরচ বহন করা সম্ভব নয়। তারা সরকারের প্রতি আবেদন জানিয়েছেন, যেন সরকারি খরচে মরদেহ দেশে আনার ব্যবস্থা করা হয় এবং ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হয়।
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজান বলেন, “এখনো পর্যন্ত পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমরা সবসময় হতদরিদ্র পরিবারের পাশে আছি এবং প্রয়োজনে সহায়তা করব।”