ঢাকা ১২:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

পুয়ের্তো রিকোকে উড়িয়ে দিল আর্জেন্টিনা ৬-০ গোলে

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পুয়ের্তো রিকোর বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়ে ৬-০ গোলের বড় জয় তুলে নিয়েছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বুধবার (১৫ অক্টোবর) বাংলাদেশ সময় সকালেই অনুষ্ঠিত এই ম্যাচে জোড়া গোল করেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও লাউতারো মার্তিনেজ।

ফিফা র‍্যাংকিংয়ের তিন নম্বরে থাকা আর্জেন্টিনার বিপক্ষে ১৫৫তম অবস্থানে থাকা পুয়ের্তো রিকোর জয়ের আশাও ছিল অমূলক। মাঠের খেলায় সেটিই প্রমাণ হয়েছে ম্যাচে একচ্ছত্র আধিপত্য দেখিয়ে প্রতিপক্ষকে কোনো সুযোগই দেয়নি আলবিসেলেস্তারা।

খেলার ১৪ মিনিটেই গোল উৎসবের সূচনা করেন ম্যাক অ্যালিস্টার। লিওনেল মেসির শট ক্রসবারে লেগে ফিরলে, নিকো গঞ্জালেসের ভলিতে বল পান অ্যালিস্টার হেডে গোল করে দলকে এগিয়ে দেন তিনি।

২৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন গঞ্জালো মোন্টিয়েল। মেসির উঁচু করে বাড়ানো নিখুঁত পাসে কাছ থেকে ভলিতে গোল করেন এই ডিফেন্ডার। ৩৬ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন অ্যালিস্টার। ফলে প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা।

দ্বিতীয়ার্ধে আরও ধারালো হয়ে ওঠে আর্জেন্টিনা। ৬৪ মিনিটে গঞ্জালেসের শট প্রতিপক্ষ ডিফেন্ডার স্টিভেন এচেভারিয়ার পায়ে লেগে দিক বদলে জালে জড়িয়ে পড়ে।

৭০ মিনিটে লাউতারো মার্তিনেজ নিজের প্রথম এবং দলের পঞ্চম গোলটি করেন। ম্যাচের ৮৩ মিনিটে মেসির ব্যাক হিল থেকে বল পেয়ে দ্বিতীয় গোলটি করেন এই ইন্টার মিলান ফরোয়ার্ড, যা ছিল দলের ষষ্ঠ ও শেষ গোল।

ম্যাচজুড়ে আর্জেন্টিনার ছিল সম্পূর্ণ নিয়ন্ত্রণ। তারা বল দখলে ছিল প্রায় ৬৮ শতাংশ সময় এবং গোলমুখে নেয় ২৪টি শট, যার মধ্যে ১১টি ছিল লক্ষ্যে। পুয়ের্তো রিকোর মাত্র ৫টি শটের মধ্যে ৩টি লক্ষ্যে থাকলেও সবগুলোই ঠেকিয়ে দেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ।

এই ম্যাচ দিয়ে নিজেদের শক্তিমত্তার আরেকবার জানান দিল আর্জেন্টিনা। যদিও এটি একটি প্রীতি ম্যাচ ছিল, তবুও প্রতিপক্ষের বিপক্ষে এ ধরনের একতরফা জয় দলটির আত্মবিশ্বাস বাড়াবে নিঃসন্দেহে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে ভুল রক্ত পুশে সিজারের রোগীর মৃত্যু

পুয়ের্তো রিকোকে উড়িয়ে দিল আর্জেন্টিনা ৬-০ গোলে

আপডেট সময় : ০১:২৭:২০ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পুয়ের্তো রিকোর বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়ে ৬-০ গোলের বড় জয় তুলে নিয়েছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বুধবার (১৫ অক্টোবর) বাংলাদেশ সময় সকালেই অনুষ্ঠিত এই ম্যাচে জোড়া গোল করেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও লাউতারো মার্তিনেজ।

ফিফা র‍্যাংকিংয়ের তিন নম্বরে থাকা আর্জেন্টিনার বিপক্ষে ১৫৫তম অবস্থানে থাকা পুয়ের্তো রিকোর জয়ের আশাও ছিল অমূলক। মাঠের খেলায় সেটিই প্রমাণ হয়েছে ম্যাচে একচ্ছত্র আধিপত্য দেখিয়ে প্রতিপক্ষকে কোনো সুযোগই দেয়নি আলবিসেলেস্তারা।

খেলার ১৪ মিনিটেই গোল উৎসবের সূচনা করেন ম্যাক অ্যালিস্টার। লিওনেল মেসির শট ক্রসবারে লেগে ফিরলে, নিকো গঞ্জালেসের ভলিতে বল পান অ্যালিস্টার হেডে গোল করে দলকে এগিয়ে দেন তিনি।

২৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন গঞ্জালো মোন্টিয়েল। মেসির উঁচু করে বাড়ানো নিখুঁত পাসে কাছ থেকে ভলিতে গোল করেন এই ডিফেন্ডার। ৩৬ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন অ্যালিস্টার। ফলে প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা।

দ্বিতীয়ার্ধে আরও ধারালো হয়ে ওঠে আর্জেন্টিনা। ৬৪ মিনিটে গঞ্জালেসের শট প্রতিপক্ষ ডিফেন্ডার স্টিভেন এচেভারিয়ার পায়ে লেগে দিক বদলে জালে জড়িয়ে পড়ে।

৭০ মিনিটে লাউতারো মার্তিনেজ নিজের প্রথম এবং দলের পঞ্চম গোলটি করেন। ম্যাচের ৮৩ মিনিটে মেসির ব্যাক হিল থেকে বল পেয়ে দ্বিতীয় গোলটি করেন এই ইন্টার মিলান ফরোয়ার্ড, যা ছিল দলের ষষ্ঠ ও শেষ গোল।

ম্যাচজুড়ে আর্জেন্টিনার ছিল সম্পূর্ণ নিয়ন্ত্রণ। তারা বল দখলে ছিল প্রায় ৬৮ শতাংশ সময় এবং গোলমুখে নেয় ২৪টি শট, যার মধ্যে ১১টি ছিল লক্ষ্যে। পুয়ের্তো রিকোর মাত্র ৫টি শটের মধ্যে ৩টি লক্ষ্যে থাকলেও সবগুলোই ঠেকিয়ে দেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ।

এই ম্যাচ দিয়ে নিজেদের শক্তিমত্তার আরেকবার জানান দিল আর্জেন্টিনা। যদিও এটি একটি প্রীতি ম্যাচ ছিল, তবুও প্রতিপক্ষের বিপক্ষে এ ধরনের একতরফা জয় দলটির আত্মবিশ্বাস বাড়াবে নিঃসন্দেহে।