ঢাকা ০২:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

ভোটে বিভাজন নয়, চাই ঐক্য ও শান্তি: ফখরুল

ছবি : সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রোপ্রাশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) ইস্যুতে তর্ক-বিতর্ক পার্লামেন্টেই হবে। যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য রয়েছে, সেগুলো নিয়ে জুলাই সনদে স্বাক্ষর হবে, আর যেগুলোতে ভিন্নমত রয়েছে, সেগুলোর জন্য গণভোট অনুষ্ঠিত হবে।

বুধবার (১৫ অক্টোবর) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের গোপালপুর স্কুল মাঠে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, দেশটাকে বাঁচান, বিভাজন সৃষ্টি করবেন না। গণভোট আর পিআর ছাড়া নির্বাচন হবে না এই দাবি তুলে অনেকে নির্বাচন প্রক্রিয়া পণ্ড করতে চায়। আমরা হিংসা চাই না, হিন্দু-মুসলিম বিভেদ চাই না। শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাস করি।

তিনি আরও বলেন, অতীতে সরকার পরিচালনার অভিজ্ঞতা বিএনপির আছে। ক্ষমতায় এলে এক কোটি মানুষের কর্মসংস্থান, পরিবারভিত্তিক ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য ও শিক্ষা খাতে গুরুত্ব এবং কৃষকবান্ধব নীতিমালা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন তিনি।

নির্বাচন প্রসঙ্গে ফখরুল বলেন, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। কেউ বিভাজন তৈরি করে জাতিকে ভাগ করবেন না। আমরা গণতান্ত্রিক, শান্তিপূর্ণ বাংলাদেশ চাই। ভুলবেন না, আমাদের প্রতীক ধানের শীষ।

সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, উপজেলা সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিনসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে ভুল রক্ত পুশে সিজারের রোগীর মৃত্যু

ভোটে বিভাজন নয়, চাই ঐক্য ও শান্তি: ফখরুল

আপডেট সময় : ০২:৫৩:১৫ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রোপ্রাশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) ইস্যুতে তর্ক-বিতর্ক পার্লামেন্টেই হবে। যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য রয়েছে, সেগুলো নিয়ে জুলাই সনদে স্বাক্ষর হবে, আর যেগুলোতে ভিন্নমত রয়েছে, সেগুলোর জন্য গণভোট অনুষ্ঠিত হবে।

বুধবার (১৫ অক্টোবর) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের গোপালপুর স্কুল মাঠে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, দেশটাকে বাঁচান, বিভাজন সৃষ্টি করবেন না। গণভোট আর পিআর ছাড়া নির্বাচন হবে না এই দাবি তুলে অনেকে নির্বাচন প্রক্রিয়া পণ্ড করতে চায়। আমরা হিংসা চাই না, হিন্দু-মুসলিম বিভেদ চাই না। শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাস করি।

তিনি আরও বলেন, অতীতে সরকার পরিচালনার অভিজ্ঞতা বিএনপির আছে। ক্ষমতায় এলে এক কোটি মানুষের কর্মসংস্থান, পরিবারভিত্তিক ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য ও শিক্ষা খাতে গুরুত্ব এবং কৃষকবান্ধব নীতিমালা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন তিনি।

নির্বাচন প্রসঙ্গে ফখরুল বলেন, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। কেউ বিভাজন তৈরি করে জাতিকে ভাগ করবেন না। আমরা গণতান্ত্রিক, শান্তিপূর্ণ বাংলাদেশ চাই। ভুলবেন না, আমাদের প্রতীক ধানের শীষ।

সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, উপজেলা সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিনসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।