
২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলে এবারও ছাত্রীদের সাফল্য চোখে পড়ার মতো। পাসের হার ও জিপিএ-৫ দুই ক্ষেত্রেই ছেলেদের ছাড়িয়ে গেছে তারা।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় দেশের সব শিক্ষা বোর্ড একযোগে ফলাফল প্রকাশ করে। ঢাকা শিক্ষা বোর্ড মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবির।
এ বছর মোট ১২ লাখ ৩৫ হাজার ৬৬১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। পাস করেছে ৭ লাখ ২৬ হাজার ৯৬০ জন, আর ফেল করেছে ৫ লাখ ৮ হাজার ৭০১ জন।
উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ছাত্রী ৩ লাখ ৯৩ হাজার ৯৬ জন এবং ছাত্র ৩ লাখ ৩৩ হাজার ৮৬৪ জন। পাসের হারে ছাত্রীদের গড় ৬২.৯৭ শতাংশ, যেখানে ছাত্রদের হার ৫৪.৬০ শতাংশ। অর্থাৎ ছাত্রীদের পাসের হার ছাত্রদের চেয়ে ৮.৩৭ শতাংশ বেশি।
জিপিএ-৫ পেয়েছে মোট ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্রী ৩৭ হাজার ৪৪ জন এবং ছাত্র ৩২ হাজার ৫৩ জন। জিপিএ-৫ প্রাপ্তিতে ছাত্রীদের সংখ্যা ছেলেদের চেয়ে ৪ হাজার ৯৯১ জন বেশি