ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

খুলনায় ঘরে ঢুকে যুবককে গুলি করে হত্যা

ছবি : সংগৃহীত

খুলনার ২ নম্বর কাস্টমস ঘাট এলাকায় ঘরের ভেতরে ঢুকে সোহেল (২৮) নামের এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে এই হামলার ঘটনা ঘটে। আহত সোহেল বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার মিশন বাড়িয়া গ্রামের স্বপন শিকদারের ছেলে।

পুলিশ জানায়, এর আগে গত ৩ আগস্ট একই স্থানে সোহেলকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল দুর্বৃত্তরা। সেসময়ও তিনি গুলিবিদ্ধ হন এবং এখনও তার শরীরে আগের গুলির একটি অংশ রয়ে গেছে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, সোহেলের কপালে গুলি লেগেছে। তাকে খুলনা মেডিকেলে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি মাদক সংক্রান্ত বিরোধের জেরে ঘটে থাকতে পারে। তদন্ত চলছে।

স্থানীয়দের বরাতে জানা গেছে, ঘটনার সময় সোহেল তার স্ত্রী টুম্পা বেগম ও শিশু সন্তান তাসকিনকে নিয়ে ঘরে বিশ্রাম নিচ্ছিলেন। হঠাৎ করে চারটি মোটরসাইকেলে করে ৭–৮ জন মুখোশধারী ও হেলমেট পরা সশস্ত্র ব্যক্তি এসে ঘরে ঢুকে সরাসরি সোহেলের মাথায় গুলি করে পালিয়ে যায়।

সোহেলের স্ত্রী টুম্পা বেগম বলেন, ওরা সবাই হেলমেট পরা ছিল, কারো মুখ দেখা যায়নি। প্রত্যেকের হাতে বড় বন্দুক ছিল। সোহেল নামাজ পড়ে এসে খাবার খেয়ে বিশ্রাম নিচ্ছিল। তখনই ওরা ঢুকে মাথায় গুলি করে।

পুলিশ জানিয়েছে, ঘটনার পরপরই অভিযান শুরু করা হয়েছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে ভুল রক্ত পুশে সিজারের রোগীর মৃত্যু

খুলনায় ঘরে ঢুকে যুবককে গুলি করে হত্যা

আপডেট সময় : ০৭:০৯:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

খুলনার ২ নম্বর কাস্টমস ঘাট এলাকায় ঘরের ভেতরে ঢুকে সোহেল (২৮) নামের এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে এই হামলার ঘটনা ঘটে। আহত সোহেল বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার মিশন বাড়িয়া গ্রামের স্বপন শিকদারের ছেলে।

পুলিশ জানায়, এর আগে গত ৩ আগস্ট একই স্থানে সোহেলকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল দুর্বৃত্তরা। সেসময়ও তিনি গুলিবিদ্ধ হন এবং এখনও তার শরীরে আগের গুলির একটি অংশ রয়ে গেছে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, সোহেলের কপালে গুলি লেগেছে। তাকে খুলনা মেডিকেলে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি মাদক সংক্রান্ত বিরোধের জেরে ঘটে থাকতে পারে। তদন্ত চলছে।

স্থানীয়দের বরাতে জানা গেছে, ঘটনার সময় সোহেল তার স্ত্রী টুম্পা বেগম ও শিশু সন্তান তাসকিনকে নিয়ে ঘরে বিশ্রাম নিচ্ছিলেন। হঠাৎ করে চারটি মোটরসাইকেলে করে ৭–৮ জন মুখোশধারী ও হেলমেট পরা সশস্ত্র ব্যক্তি এসে ঘরে ঢুকে সরাসরি সোহেলের মাথায় গুলি করে পালিয়ে যায়।

সোহেলের স্ত্রী টুম্পা বেগম বলেন, ওরা সবাই হেলমেট পরা ছিল, কারো মুখ দেখা যায়নি। প্রত্যেকের হাতে বড় বন্দুক ছিল। সোহেল নামাজ পড়ে এসে খাবার খেয়ে বিশ্রাম নিচ্ছিল। তখনই ওরা ঢুকে মাথায় গুলি করে।

পুলিশ জানিয়েছে, ঘটনার পরপরই অভিযান শুরু করা হয়েছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।