ঢাকা ০৯:১১ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

ফিফা প্রেসিডেন্ট, ২০২৬ বিশ্বকাপ হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড়

ফুটবল বিশ্বকাপ শুরু হতে এখনো ১০ মাস বাকি, তবে ২০২৬ ফিফা বিশ্বকাপ ঘিরে উন্মাদনায় ইতোমধ্যেই ভক্তদের মধ্যে জোয়ার বইছে। উত্তর আমেরিকার তিন দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় আয়োজিত হতে যাওয়া এই আসরের জন্য এখন পর্যন্ত এক মিলিয়নেরও বেশি টিকিট বিক্রি হয়েছে বলে জানিয়েছে ফিফা।

বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো জানান, ২১২টি দেশ থেকে সমর্থকরা প্রি-সেল ধাপে টিকিট কিনেছেন। তার ভাষায়, এই প্রতিক্রিয়া অভূতপূর্ব। এটি প্রমাণ করে বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বড় ও ব্যাপক এই টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই ভক্তদের মন জয় করে নিয়েছে।

টিকিটের চাহিদায় তিন আয়োজক দেশের পর রয়েছে ইংল্যান্ড, জার্মানি, ব্রাজিল, স্পেন, কলম্বিয়া, আর্জেন্টিনা ও ফ্রান্স। বিশেষ করে আর্জেন্টিনার ম্যাচ দেখার জন্য ভক্তদের আগ্রহ সবচেয়ে বেশি।

ফিফা জানিয়েছে, টিকিট বিক্রির দ্বিতীয় দফা শুরু হবে আগামী ২৭ অক্টোবর। এদিকে, ৪৮ দলের মধ্যে ইতোমধ্যে ২৮ দল বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করেছে, যার মধ্যে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ইউরোপিয়ান কোয়ালিফায়ার এখনো চলমান, তবে ইংল্যান্ড ইতোমধ্যে চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে।

ইনফান্তিনো আরও বলেন, উত্তর আমেরিকার মাটিতে এই মহোৎসব ঘিরে ভক্তদের অভূতপূর্ব আগ্রহে আমরা অভিভূত। ২০২৬ বিশ্বকাপ হতে যাচ্ছে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় উৎসব।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে ভুল রক্ত পুশে সিজারের রোগীর মৃত্যু

ফিফা প্রেসিডেন্ট, ২০২৬ বিশ্বকাপ হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড়

আপডেট সময় : ০৮:০৭:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

ফুটবল বিশ্বকাপ শুরু হতে এখনো ১০ মাস বাকি, তবে ২০২৬ ফিফা বিশ্বকাপ ঘিরে উন্মাদনায় ইতোমধ্যেই ভক্তদের মধ্যে জোয়ার বইছে। উত্তর আমেরিকার তিন দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় আয়োজিত হতে যাওয়া এই আসরের জন্য এখন পর্যন্ত এক মিলিয়নেরও বেশি টিকিট বিক্রি হয়েছে বলে জানিয়েছে ফিফা।

বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো জানান, ২১২টি দেশ থেকে সমর্থকরা প্রি-সেল ধাপে টিকিট কিনেছেন। তার ভাষায়, এই প্রতিক্রিয়া অভূতপূর্ব। এটি প্রমাণ করে বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বড় ও ব্যাপক এই টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই ভক্তদের মন জয় করে নিয়েছে।

টিকিটের চাহিদায় তিন আয়োজক দেশের পর রয়েছে ইংল্যান্ড, জার্মানি, ব্রাজিল, স্পেন, কলম্বিয়া, আর্জেন্টিনা ও ফ্রান্স। বিশেষ করে আর্জেন্টিনার ম্যাচ দেখার জন্য ভক্তদের আগ্রহ সবচেয়ে বেশি।

ফিফা জানিয়েছে, টিকিট বিক্রির দ্বিতীয় দফা শুরু হবে আগামী ২৭ অক্টোবর। এদিকে, ৪৮ দলের মধ্যে ইতোমধ্যে ২৮ দল বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করেছে, যার মধ্যে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ইউরোপিয়ান কোয়ালিফায়ার এখনো চলমান, তবে ইংল্যান্ড ইতোমধ্যে চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে।

ইনফান্তিনো আরও বলেন, উত্তর আমেরিকার মাটিতে এই মহোৎসব ঘিরে ভক্তদের অভূতপূর্ব আগ্রহে আমরা অভিভূত। ২০২৬ বিশ্বকাপ হতে যাচ্ছে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় উৎসব।