
মাদক বিরোধী অভিযানে ফেনী সদর এলাকা থেকে ১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ী আটক করলো র্যাব-৭ চট্টগ্রাম
র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় পেশাদার নারী মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে ফেনী জেলার সদর থানা এলাকায় অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে গত ১৬ অক্টোবর ২০২৫ তারিখে আনুমানিক ১০৪০ ঘটিকায় র্যাব-৭ চট্টগ্রামের একটি আভিযানিক দল ফেনী জেলার সদর থানাধীন পাঁচ গাছিয়া বাজার এলাকায় অভিযান চালায়।
র্যাবের উপস্থিতি টের পেয়ে ০২ (দুই) জন পেশাদার নারী মাদক ব্যবসায়ী কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যরা তাদের ধাওয়া করে আটক করতে সক্ষম হয়। আটককৃত নারীরা হলেন: ধনু বেগম (২৬) (রোহিঙ্গা), স্বামী- মোঃ সেলিম, সাং-বালুখালী, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার মোছাঃ নুর নাহার বেগম (৫০), স্বামী- মৃত জাকের হোসেন, সাং-লাইট হাউজ, থানা-কক্সবাজার সদর, জেলা-কক্সবাজার।
পরবর্তীতে আটককৃত আসামীদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশীকালে তাদের সাথে থাকা ০২টি প্লাস্টিকের ব্যাগে বিশেষ কৌশলে কসটেপ দ্বারা মোড়ানো ০৪টি বান্ডিলের ভিতর থেকে সর্বমোট ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত নারীরা দীর্ঘদিন যাবৎ ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্পমূল্যে গাঁজা ক্রয় করে পরবর্তীতে ফেনী এবং চট্টগ্রাম জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের নিকট খুচরা ও পাইকারী মূল্যে বিক্রি করে আসছিল। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ২ লাখ ১০ হাজার টাকা।
গ্রেফতারকৃত আসামীদের এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে কুমিল্লা জেলার লাকসাম রেলওয়ে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।