ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

ইয়েমেনে জাতিসংঘ কম্পাউন্ডে হুতি হামলা

ছবি : সংগৃহীত

ইয়েমেনের রাজধানী সানায় অবস্থিত জাতিসংঘ কম্পাউন্ডে শনিবার (১৮ অক্টোবর) হুতি বিদ্রোহীরা হামলা চালিয়েছে। জাতিসংঘ জানিয়েছে, হামলার সময় ভবনে অবস্থানরত সব আন্তর্জাতিক কর্মী নিরাপদে আছেন।

জাতিসংঘের ইয়েমেন আবাসিক সমন্বয়কারীর মুখপাত্র জিন আলম ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানান, হুতি বিদ্রোহী গোষ্ঠী আনসার আল্লাহর নিরাপত্তা সদস্যরা সানায় জাতিসংঘ কম্পাউন্ডে অবৈধভাবে প্রবেশ করে।

তিনি বলেন, সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী কম্পাউন্ডে থাকা ১৫ জন আন্তর্জাতিক কর্মী নিরাপদে আছেন এবং তারা পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন। জাতিসংঘ এ বিষয়ে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করছে।

এর আগে চলতি বছরের ৩১ আগস্ট হুতিরা একই জাতিসংঘ কার্যালয়ে অভিযান চালিয়ে ১১ জনের বেশি কর্মীকে আটক করে। বিদ্রোহীরা দাবি করে, আটক ব্যক্তিরা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হয়ে গুপ্তচরবৃত্তিতে যুক্ত ছিলেন যা জাতিসংঘ সরাসরি প্রত্যাখ্যান করেছে।

জাতিসংঘের মুখপাত্র স্টিফান ডুজারিক বলেন, আমরা আমাদের ৫৩ জন সহকর্মীর নির্বিচারে আটক বন্ধের দাবি জানাচ্ছি।

তিনি হুতি নেতা আবদেলমালেক আল-হুতির অভিযোগ সম্পর্কে বলেন, এসব দাবি সম্পূর্ণ অগ্রহণযোগ্য।

সাম্প্রতিক মাসগুলোতে ইরান-সমর্থিত হুতিদের নিয়ন্ত্রিত অঞ্চলগুলো থেকে বহু জাতিসংঘ কর্মীকে আটকের ঘটনা ঘটেছে। ফলে সেপ্টেম্বরে জাতিসংঘ তাদের মানবিক সমন্বয়কারীকে সানা থেকে সরিয়ে নিয়ে আদেনে স্থানান্তর করে।
এক দশকের গৃহযুদ্ধে বিপর্যস্ত ইয়েমেন বর্তমানে বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকট মোকাবিলা করছে বলে জাতিসংঘ জানায়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে ভুল রক্ত পুশে সিজারের রোগীর মৃত্যু

ইয়েমেনে জাতিসংঘ কম্পাউন্ডে হুতি হামলা

আপডেট সময় : ১২:১৮:০৬ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫

ইয়েমেনের রাজধানী সানায় অবস্থিত জাতিসংঘ কম্পাউন্ডে শনিবার (১৮ অক্টোবর) হুতি বিদ্রোহীরা হামলা চালিয়েছে। জাতিসংঘ জানিয়েছে, হামলার সময় ভবনে অবস্থানরত সব আন্তর্জাতিক কর্মী নিরাপদে আছেন।

জাতিসংঘের ইয়েমেন আবাসিক সমন্বয়কারীর মুখপাত্র জিন আলম ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানান, হুতি বিদ্রোহী গোষ্ঠী আনসার আল্লাহর নিরাপত্তা সদস্যরা সানায় জাতিসংঘ কম্পাউন্ডে অবৈধভাবে প্রবেশ করে।

তিনি বলেন, সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী কম্পাউন্ডে থাকা ১৫ জন আন্তর্জাতিক কর্মী নিরাপদে আছেন এবং তারা পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন। জাতিসংঘ এ বিষয়ে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করছে।

এর আগে চলতি বছরের ৩১ আগস্ট হুতিরা একই জাতিসংঘ কার্যালয়ে অভিযান চালিয়ে ১১ জনের বেশি কর্মীকে আটক করে। বিদ্রোহীরা দাবি করে, আটক ব্যক্তিরা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হয়ে গুপ্তচরবৃত্তিতে যুক্ত ছিলেন যা জাতিসংঘ সরাসরি প্রত্যাখ্যান করেছে।

জাতিসংঘের মুখপাত্র স্টিফান ডুজারিক বলেন, আমরা আমাদের ৫৩ জন সহকর্মীর নির্বিচারে আটক বন্ধের দাবি জানাচ্ছি।

তিনি হুতি নেতা আবদেলমালেক আল-হুতির অভিযোগ সম্পর্কে বলেন, এসব দাবি সম্পূর্ণ অগ্রহণযোগ্য।

সাম্প্রতিক মাসগুলোতে ইরান-সমর্থিত হুতিদের নিয়ন্ত্রিত অঞ্চলগুলো থেকে বহু জাতিসংঘ কর্মীকে আটকের ঘটনা ঘটেছে। ফলে সেপ্টেম্বরে জাতিসংঘ তাদের মানবিক সমন্বয়কারীকে সানা থেকে সরিয়ে নিয়ে আদেনে স্থানান্তর করে।
এক দশকের গৃহযুদ্ধে বিপর্যস্ত ইয়েমেন বর্তমানে বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকট মোকাবিলা করছে বলে জাতিসংঘ জানায়।