ঢাকা ০৯:১২ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

শিক্ষা ব্যবস্থার দুর্দশার জন্য রাজনীতি ও আমলাতন্ত্রকে দায়ী করলেন মির্জা ফখরুল

ছবিঃ সংগৃহিত

নিম্নমানের শিক্ষা ব্যবস্থার জন্য রাজনীতিবিদ ও আমলাতন্ত্রকে দায়ী করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)-এ ‘ম্যাগাজিন বিশ্ববিদ্যালয় পরিক্রমা’ আয়োজিত এসএসসি জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, দেশের শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের সংকট চলছে। কারিগরি শিক্ষা ও ভোকেশনাল ট্রেনিংয়ের অভাব রয়েছে। শুধুমাত্র বিএ ও এমএ পাসধারী তৈরি করে সমাজে দক্ষ জনশক্তির ঘাটতি তৈরি করা হচ্ছে।

তিনি আরও বলেন, দেশে বর্তমানে এক ধরনের ক্রান্তিকাল চলছে। চারদিকে বিভাজন ও অনৈক্যের পরিবেশ বিরাজ করছে, যা মানুষকে হতাশ করে তুলছে। রাজনীতিবিদরাই দেশের ভবিষ্যৎ নির্ধারণ করেন কেউ জাতির কল্যাণে কাজ করেন, আবার কেউ রাজনীতিকে নিজের স্বার্থে ব্যবহার করেন।

বিএনপি মহাসচিব বলেন, রাজনীতিতে যদি সততার অভাব থাকে, তবে রাজনীতি কখনোই কল্যাণকর হতে পারে না। যদি ক্ষমতায় এসে শুধু সম্পদ গড়ার মানসিকতা থাকে, তাহলে তা জনগণের ঘৃণা ছাড়া কিছুই অর্জন করতে পারে না।

অনুষ্ঠান শেষে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে ভুল রক্ত পুশে সিজারের রোগীর মৃত্যু

শিক্ষা ব্যবস্থার দুর্দশার জন্য রাজনীতি ও আমলাতন্ত্রকে দায়ী করলেন মির্জা ফখরুল

আপডেট সময় : ০২:২৪:১৪ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫

নিম্নমানের শিক্ষা ব্যবস্থার জন্য রাজনীতিবিদ ও আমলাতন্ত্রকে দায়ী করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)-এ ‘ম্যাগাজিন বিশ্ববিদ্যালয় পরিক্রমা’ আয়োজিত এসএসসি জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, দেশের শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের সংকট চলছে। কারিগরি শিক্ষা ও ভোকেশনাল ট্রেনিংয়ের অভাব রয়েছে। শুধুমাত্র বিএ ও এমএ পাসধারী তৈরি করে সমাজে দক্ষ জনশক্তির ঘাটতি তৈরি করা হচ্ছে।

তিনি আরও বলেন, দেশে বর্তমানে এক ধরনের ক্রান্তিকাল চলছে। চারদিকে বিভাজন ও অনৈক্যের পরিবেশ বিরাজ করছে, যা মানুষকে হতাশ করে তুলছে। রাজনীতিবিদরাই দেশের ভবিষ্যৎ নির্ধারণ করেন কেউ জাতির কল্যাণে কাজ করেন, আবার কেউ রাজনীতিকে নিজের স্বার্থে ব্যবহার করেন।

বিএনপি মহাসচিব বলেন, রাজনীতিতে যদি সততার অভাব থাকে, তবে রাজনীতি কখনোই কল্যাণকর হতে পারে না। যদি ক্ষমতায় এসে শুধু সম্পদ গড়ার মানসিকতা থাকে, তাহলে তা জনগণের ঘৃণা ছাড়া কিছুই অর্জন করতে পারে না।

অনুষ্ঠান শেষে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।