ঢাকা ০৯:১২ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

বিশ্ব পরিসংখ্যান দিবস আজ

ছবিঃ সংগৃহিত

বিশ্বজুড়ে আজ সোমবার (২০ অক্টোবর) পালিত হচ্ছে বিশ্ব পরিসংখ্যান দিবস। এর পাশাপাশি বাংলাদেশেও উদযাপিত হচ্ছে ‘জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৫’। এ বছরের মূল প্রতিপাদ্য Driving Change with Quality Statistics and Data for Everyone, যা বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও সময়োপযোগী।

দিবসটি উপলক্ষে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। সকাল সাড়ে আটটায় রাজধানীর আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবন থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়, যা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

জাতিসংঘের উদ্যোগে বিশ্ব পরিসংখ্যান দিবস উদযাপনের মূল লক্ষ্য হলো  জীবনের মান পরিমাপ, টেকসই উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন এবং নীতিনির্ধারণী পর্যায়ে তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে পরিসংখ্যানের অপরিহার্যতা তুলে ধরা।

বিশেষজ্ঞদের মতে, পরিসংখ্যান হচ্ছে একটি জাতির উন্নয়নযাত্রার অন্যতম ভিত্তি। স্বাস্থ্য, শিক্ষা, অর্থনীতি ও সামাজিক অবস্থা প্রতিটি ক্ষেত্রেই সঠিক ও নির্ভরযোগ্য পরিসংখ্যানিক উপাত্ত প্রয়োজন। সুশাসন প্রতিষ্ঠা, দারিদ্র্য দূরীকরণ, জলবায়ু পরিবর্তনের মোকাবিলা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে পরিসংখ্যান অপরিহার্য ভূমিকা পালন করে।

পরিসংখ্যানের মান ও গ্রহণযোগ্যতা উন্নয়নের মাধ্যমে সকলের জন্য অন্তর্ভুক্তিমূলক ও প্রভাবশালী নীতিনির্ধারণ সম্ভব এ বার্তাই দিবসটি উদযাপনের মাধ্যমে দেশবাসীকে পৌঁছে দিতে চায় আয়োজক সংস্থাগুলো।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে ভুল রক্ত পুশে সিজারের রোগীর মৃত্যু

বিশ্ব পরিসংখ্যান দিবস আজ

আপডেট সময় : ০২:২৯:৪৪ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫

বিশ্বজুড়ে আজ সোমবার (২০ অক্টোবর) পালিত হচ্ছে বিশ্ব পরিসংখ্যান দিবস। এর পাশাপাশি বাংলাদেশেও উদযাপিত হচ্ছে ‘জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৫’। এ বছরের মূল প্রতিপাদ্য Driving Change with Quality Statistics and Data for Everyone, যা বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও সময়োপযোগী।

দিবসটি উপলক্ষে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। সকাল সাড়ে আটটায় রাজধানীর আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবন থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়, যা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

জাতিসংঘের উদ্যোগে বিশ্ব পরিসংখ্যান দিবস উদযাপনের মূল লক্ষ্য হলো  জীবনের মান পরিমাপ, টেকসই উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন এবং নীতিনির্ধারণী পর্যায়ে তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে পরিসংখ্যানের অপরিহার্যতা তুলে ধরা।

বিশেষজ্ঞদের মতে, পরিসংখ্যান হচ্ছে একটি জাতির উন্নয়নযাত্রার অন্যতম ভিত্তি। স্বাস্থ্য, শিক্ষা, অর্থনীতি ও সামাজিক অবস্থা প্রতিটি ক্ষেত্রেই সঠিক ও নির্ভরযোগ্য পরিসংখ্যানিক উপাত্ত প্রয়োজন। সুশাসন প্রতিষ্ঠা, দারিদ্র্য দূরীকরণ, জলবায়ু পরিবর্তনের মোকাবিলা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে পরিসংখ্যান অপরিহার্য ভূমিকা পালন করে।

পরিসংখ্যানের মান ও গ্রহণযোগ্যতা উন্নয়নের মাধ্যমে সকলের জন্য অন্তর্ভুক্তিমূলক ও প্রভাবশালী নীতিনির্ধারণ সম্ভব এ বার্তাই দিবসটি উদযাপনের মাধ্যমে দেশবাসীকে পৌঁছে দিতে চায় আয়োজক সংস্থাগুলো।