ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২

যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে গাজায় ইসরায়েলের ১৫৩ টন বোমা বর্ষণ

 

ইসরায়েলি সেনাবাহিনী হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে রোববার গাজায় ১৫৩ টন বোমা বর্ষণ করেছে। সোমবার ইসরায়েলের সংসদ ‘নেসেট’-এ দেওয়া এক বক্তৃতায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই তথ্য নিশ্চিত করেন।

নেতানিয়াহু বলেন, “আমাদের এক হাতে অস্ত্র, আরেক হাতে শান্তির বার্তা। শান্তি কেবল শক্তিশালীদের সঙ্গেই স্থাপন করা যায়, দুর্বলদের সঙ্গে নয়। আজ ইসরায়েল আগের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী।”

ইসরায়েলি সেনাবাহিনীর ভাষ্যমতে, রোববার হামাসের হামলায় তাদের দুই সৈন্য নিহত হওয়ার পর গাজায় হামাসের একাধিক ঘাঁটি ও স্থাপনায় পাল্টা বিমান হামলা চালানো হয়। তবে হামাস যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন বা ইসরায়েলি সৈন্যদের ওপর হামলার অভিযোগ অস্বীকার করেছে। হামাস উল্টো অভিযোগ করেছে যে, ইসরায়েলই গাজায় একতরফা আগ্রাসন চালিয়ে পরিস্থিতি উত্তপ্ত করছে।

২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধে গাজায় এখন পর্যন্ত অন্তত ৬৮ হাজার ১৫৯ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭০ হাজার ২০৩ জন আহত হয়েছেন। অন্যদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় ইসরায়েলে ১ হাজার ১৩৯ জন নিহত হন এবং প্রায় ২০০ জনকে বন্দি করা হয়েছিল।

 

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সৌম্য-রিশাদের লড়াইয়ে ২১০ পেরোল বাংলাদেশ

যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে গাজায় ইসরায়েলের ১৫৩ টন বোমা বর্ষণ

আপডেট সময় : ০৫:০১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

 

ইসরায়েলি সেনাবাহিনী হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে রোববার গাজায় ১৫৩ টন বোমা বর্ষণ করেছে। সোমবার ইসরায়েলের সংসদ ‘নেসেট’-এ দেওয়া এক বক্তৃতায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই তথ্য নিশ্চিত করেন।

নেতানিয়াহু বলেন, “আমাদের এক হাতে অস্ত্র, আরেক হাতে শান্তির বার্তা। শান্তি কেবল শক্তিশালীদের সঙ্গেই স্থাপন করা যায়, দুর্বলদের সঙ্গে নয়। আজ ইসরায়েল আগের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী।”

ইসরায়েলি সেনাবাহিনীর ভাষ্যমতে, রোববার হামাসের হামলায় তাদের দুই সৈন্য নিহত হওয়ার পর গাজায় হামাসের একাধিক ঘাঁটি ও স্থাপনায় পাল্টা বিমান হামলা চালানো হয়। তবে হামাস যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন বা ইসরায়েলি সৈন্যদের ওপর হামলার অভিযোগ অস্বীকার করেছে। হামাস উল্টো অভিযোগ করেছে যে, ইসরায়েলই গাজায় একতরফা আগ্রাসন চালিয়ে পরিস্থিতি উত্তপ্ত করছে।

২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধে গাজায় এখন পর্যন্ত অন্তত ৬৮ হাজার ১৫৯ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭০ হাজার ২০৩ জন আহত হয়েছেন। অন্যদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় ইসরায়েলে ১ হাজার ১৩৯ জন নিহত হন এবং প্রায় ২০০ জনকে বন্দি করা হয়েছিল।