ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২

থাইল্যান্ডে সড়ক দুর্ঘটনায় বাকৃবি শিক্ষার্থীর মৃত্যু

ছবি : সংগৃহীত

থাইল্যান্ডে ইন্টার্নশিপ করার সময় সড়ক দুর্ঘটনায় আহত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থী জাকারিয়া হোসাইন সাঈদ মারা গেছেন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে পশুপালন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রহুল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।

পরিবারের পক্ষ থেকে জানা যায়, বুধবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়। প্রাথমিক ধারণা, স্ট্রোকের কারণে তার মৃত্যু হয়েছে।

নিহত জাকারিয়া হোসাইন সাঈদ বাকৃবির পশুপালন অনুষদের একজন শিক্ষার্থী ছিলেন।

অধ্যাপক ড. মো. রহুল আমিন জানান, থাইল্যান্ডে বাইক দুর্ঘটনায় তার কোনো বড় ধরনের শারীরিক আঘাত ছিল না এবং শারীরিক পরীক্ষা-নিরীক্ষার ফলাফলও স্বাভাবিক ছিল। তবে বুধবার রাতেই তার মৃত্যু হয়, যা স্ট্রোক বা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়ার কারণে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের জানাজা আজ আছরের নামাজের পর ময়মনসিংহ সদর উপজেলার দীঘারকান্দা ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।

জানানো হয়, গত ১৪ অক্টোবর থাইল্যান্ডে ইন্টার্নশিপ চলাকালীন জাকারিয়া ও তার দুই বন্ধু আপন ও রাব্বি মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন। দুর্ঘটনার সময় সাঈদ মোটরসাইকেল চালাচ্ছিলেন এবং গুরুতর আহত না হওয়ায় দেশে ফিরে নিজের বাড়িতে চিকিৎসা নিচ্ছিলেন। অপরদিকে রাব্বি দেশে চিকিৎসা নিচ্ছেন এবং আপন এখনও থাইল্যান্ডে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

থাইল্যান্ডে সড়ক দুর্ঘটনায় বাকৃবি শিক্ষার্থীর মৃত্যু

আপডেট সময় : ০৩:৫৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

থাইল্যান্ডে ইন্টার্নশিপ করার সময় সড়ক দুর্ঘটনায় আহত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থী জাকারিয়া হোসাইন সাঈদ মারা গেছেন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে পশুপালন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রহুল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।

পরিবারের পক্ষ থেকে জানা যায়, বুধবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়। প্রাথমিক ধারণা, স্ট্রোকের কারণে তার মৃত্যু হয়েছে।

নিহত জাকারিয়া হোসাইন সাঈদ বাকৃবির পশুপালন অনুষদের একজন শিক্ষার্থী ছিলেন।

অধ্যাপক ড. মো. রহুল আমিন জানান, থাইল্যান্ডে বাইক দুর্ঘটনায় তার কোনো বড় ধরনের শারীরিক আঘাত ছিল না এবং শারীরিক পরীক্ষা-নিরীক্ষার ফলাফলও স্বাভাবিক ছিল। তবে বুধবার রাতেই তার মৃত্যু হয়, যা স্ট্রোক বা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়ার কারণে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের জানাজা আজ আছরের নামাজের পর ময়মনসিংহ সদর উপজেলার দীঘারকান্দা ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।

জানানো হয়, গত ১৪ অক্টোবর থাইল্যান্ডে ইন্টার্নশিপ চলাকালীন জাকারিয়া ও তার দুই বন্ধু আপন ও রাব্বি মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন। দুর্ঘটনার সময় সাঈদ মোটরসাইকেল চালাচ্ছিলেন এবং গুরুতর আহত না হওয়ায় দেশে ফিরে নিজের বাড়িতে চিকিৎসা নিচ্ছিলেন। অপরদিকে রাব্বি দেশে চিকিৎসা নিচ্ছেন এবং আপন এখনও থাইল্যান্ডে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।