ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২

তিন পার্বত্য জেলা নিয়ে গঠিত হলো পার্বত্য ওলামা পরিষদ

খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান এই তিন পার্বত্য জেলা নিয়ে গঠিত হলো নতুন সংগঠন ‘পার্বত্য ওলামা পরিষদ’। মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও সমৃদ্ধি বজায় রেখে ধর্মীয় ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনার লক্ষ্যেই এই সংগঠনের যাত্রা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) চট্টগ্রাম প্রেসক্লাবের সুলতান আহমেদ হলে অনুষ্ঠিত আলেমদের এক সভায় সর্বসম্মতিক্রমে সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। এতে চেয়ারম্যান নির্বাচিত হন মাওলানা হাজী মো. শরিয়ত উল্লাহ এবং মহাসচিব হিসেবে দায়িত্ব পান হাফেজ মো. নাছির উদ্দিন।

এছাড়া কমিটির অন্যান্য সদস্যরা হলেন, মাওলানা আবু বকর সিদ্দিক ভাইস-চেয়ারম্যান, মাওলানা মহিউদ্দীন বিন সুরুজ যুগ্ম মহাসচিব, মাওলানা মো. আব্দুর রহিম সাংগঠনিক সম্পাদক, মাওলানা আজিজুল হক যুগ্ম সাংগঠনিক সম্পাদক, মাওলানা মাজহারুল ইসলাম অর্থ সম্পাদক, মাওলানা ওমর আলী দপ্তর সম্পাদক, মাওলানা দেলোয়ার হোসেন প্রচার ও প্রকাশনা সম্পাদক, কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মাওলানা আবুল কালাম ও মাওলানা মামুনুর রশিদ।

ঘোষণার সময় বক্তারা বলেন, “পার্বত্য অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি বজায় রাখা, ধর্মীয় শিক্ষা বিস্তার এবং সামাজিক উন্নয়নই হবে এই পরিষদের মূল লক্ষ্য।”

নবগঠিত পার্বত্য ওলামা পরিষদের কেন্দ্রীয় কমিটি আগামী তিন বছর দায়িত্ব পালন করবে। এরপর পর্যায়ক্রমে তিন জেলা ও ২৬টি উপজেলা কমিটি গঠন করা হবে বলে জানানো হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তিন পার্বত্য জেলা নিয়ে গঠিত হলো পার্বত্য ওলামা পরিষদ

আপডেট সময় : ০৪:৫৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান এই তিন পার্বত্য জেলা নিয়ে গঠিত হলো নতুন সংগঠন ‘পার্বত্য ওলামা পরিষদ’। মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও সমৃদ্ধি বজায় রেখে ধর্মীয় ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনার লক্ষ্যেই এই সংগঠনের যাত্রা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) চট্টগ্রাম প্রেসক্লাবের সুলতান আহমেদ হলে অনুষ্ঠিত আলেমদের এক সভায় সর্বসম্মতিক্রমে সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। এতে চেয়ারম্যান নির্বাচিত হন মাওলানা হাজী মো. শরিয়ত উল্লাহ এবং মহাসচিব হিসেবে দায়িত্ব পান হাফেজ মো. নাছির উদ্দিন।

এছাড়া কমিটির অন্যান্য সদস্যরা হলেন, মাওলানা আবু বকর সিদ্দিক ভাইস-চেয়ারম্যান, মাওলানা মহিউদ্দীন বিন সুরুজ যুগ্ম মহাসচিব, মাওলানা মো. আব্দুর রহিম সাংগঠনিক সম্পাদক, মাওলানা আজিজুল হক যুগ্ম সাংগঠনিক সম্পাদক, মাওলানা মাজহারুল ইসলাম অর্থ সম্পাদক, মাওলানা ওমর আলী দপ্তর সম্পাদক, মাওলানা দেলোয়ার হোসেন প্রচার ও প্রকাশনা সম্পাদক, কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মাওলানা আবুল কালাম ও মাওলানা মামুনুর রশিদ।

ঘোষণার সময় বক্তারা বলেন, “পার্বত্য অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি বজায় রাখা, ধর্মীয় শিক্ষা বিস্তার এবং সামাজিক উন্নয়নই হবে এই পরিষদের মূল লক্ষ্য।”

নবগঠিত পার্বত্য ওলামা পরিষদের কেন্দ্রীয় কমিটি আগামী তিন বছর দায়িত্ব পালন করবে। এরপর পর্যায়ক্রমে তিন জেলা ও ২৬টি উপজেলা কমিটি গঠন করা হবে বলে জানানো হয়েছে।