ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২

ইসরায়েলের নতুন বিমান হামলায় লেবাননে নিহত ৪

ছবি : সংগৃহীত

লেবাননের পূর্ব ও দক্ষিণাঞ্চলে ইসরায়েলের বিমান হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

প্রথম দফায় পূর্বাঞ্চলের পার্বত্য এলাকায় ইসরায়েলি বিমান হামলায় দুজন নিহত হন। পরে দক্ষিণাঞ্চলের নাবাতিয়াহ এলাকায় আরেক দফা হামলায় আরও দুজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে একজন বৃদ্ধা নারীও রয়েছেন বলে জানিয়েছে সরকারি বার্তা সংস্থা এনএনএ (ন্যাশনাল নিউজ এজেন্সি)।

এনএনএর প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি যুদ্ধবিমানগুলো বেকা উপত্যকার পূর্বাঞ্চলীয় পাহাড়ি এলাকায় একাধিক তীব্র হামলা চালায়। এই এলাকা সিরিয়া সীমান্তের কাছাকাছি অবস্থিত।

ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, তারা নাবাতিয়াহ অঞ্চলে হিজবুল্লাহর অস্ত্রভান্ডারে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এছাড়া বেকা উপত্যকায় হিজবুল্লাহর প্রশিক্ষণ কেন্দ্র ও ক্ষেপণাস্ত্র তৈরির স্থাপনায় বোমা বর্ষণ করা হয়েছে।

আইডিএফের দাবি, এসব স্থাপনা থেকে ইসরায়েলের বিরুদ্ধে হামলার পরিকল্পনা করা হচ্ছিল। সেনাবাহিনী জানায়, এর আগে একই ক্ষেপণাস্ত্র কারখানায় একাধিকবার বিমান হামলা চালানো হয়েছিল।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইসরায়েলের নতুন বিমান হামলায় লেবাননে নিহত ৪

আপডেট সময় : ০৪:০২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

লেবাননের পূর্ব ও দক্ষিণাঞ্চলে ইসরায়েলের বিমান হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

প্রথম দফায় পূর্বাঞ্চলের পার্বত্য এলাকায় ইসরায়েলি বিমান হামলায় দুজন নিহত হন। পরে দক্ষিণাঞ্চলের নাবাতিয়াহ এলাকায় আরেক দফা হামলায় আরও দুজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে একজন বৃদ্ধা নারীও রয়েছেন বলে জানিয়েছে সরকারি বার্তা সংস্থা এনএনএ (ন্যাশনাল নিউজ এজেন্সি)।

এনএনএর প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি যুদ্ধবিমানগুলো বেকা উপত্যকার পূর্বাঞ্চলীয় পাহাড়ি এলাকায় একাধিক তীব্র হামলা চালায়। এই এলাকা সিরিয়া সীমান্তের কাছাকাছি অবস্থিত।

ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, তারা নাবাতিয়াহ অঞ্চলে হিজবুল্লাহর অস্ত্রভান্ডারে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এছাড়া বেকা উপত্যকায় হিজবুল্লাহর প্রশিক্ষণ কেন্দ্র ও ক্ষেপণাস্ত্র তৈরির স্থাপনায় বোমা বর্ষণ করা হয়েছে।

আইডিএফের দাবি, এসব স্থাপনা থেকে ইসরায়েলের বিরুদ্ধে হামলার পরিকল্পনা করা হচ্ছিল। সেনাবাহিনী জানায়, এর আগে একই ক্ষেপণাস্ত্র কারখানায় একাধিকবার বিমান হামলা চালানো হয়েছিল।