
কুষ্টিয়ার দৌলতপুরে জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে জাহিদুল ইসলাম নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে তার সৎ ভাইয়েরা। এ সময় জাহিদুলের ছেলে রাব্বি ও ভাই শরিফুল গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তারা আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনা শুক্রবার (২৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের বাগানপাড়া এলাকায় ঘটে। নিহত জাহিদুল ইসলাম ওই গ্রামের ভেলু মণ্ডলের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভেলু মণ্ডলের দুই স্ত্রীর ছেলেদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। জাহিদুল দ্বিতীয় স্ত্রীর সন্তান। বিরোধের জেরে তার সৎ ভাই এনামুল ও বাদলসহ তাদের সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়, যার ফলশ্রুতিতে জাহিদুল ঘটনাস্থলেই মারা যান।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলাইমান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তরা পলাতক থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। পুলিশ তাদের গ্রেপ্তারে মাঠে কাজ করছে।
ডেস্ক নিউজ/নিউজ টুডে 


























