ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২

মানবপাচারের জালে আটক ৪৪, টেকনাফে কোস্টগার্ডের অভিযান সফল

ছবি : সংগৃহীত

কক্সবাজারের টেকনাফের গহিন পাহাড়ে কোস্টগার্ডের বিশেষ অভিযানে নারী ও শিশুসহ ৪৪ জনকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

গোয়েন্দা সূত্রে জানা যায়, কিছু পাচারকারী চক্র মালয়েশিয়ায় পাঠানোর উদ্দেশ্যে উখিয়া ও টেকনাফের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের জিম্মি করে রেখেছিল। তারা গহিন পাহাড়ের পিনিস ভাঙা এলাকায় গোপন আস্তানায় বন্দি ছিল।

বাংলাদেশ কোস্টগার্ড বৃহস্পতিবার মধ্যরাত ২টা থেকে সকাল ৭টা পর্যন্ত অভিযান পরিচালনা করে। অভিযানে উদ্ধারকৃতদের মধ্যে ১৫ জন পুরুষ ও ২৯ জন নারী রয়েছে। তারা উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা।

উদ্ধারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, পাচারকারীরা বিদেশে উচ্চ বেতনের চাকরি, সুবিধাজনক কর্মসংস্থান ও উন্নত জীবনযাপনের প্রলোভন দেখিয়ে মানুষদের টেকনাফের পাহাড়ে নিয়ে গোপন আস্তানায় আটকে রেখেছিল। পরবর্তীতে তাদের নৌকাযোগে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা ছিল।

অভিযান চলাকালে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে গেছে। তবে তাদের গ্রেপ্তারের জন্য গোয়েন্দা নজরদারি ও অভিযান চলমান রয়েছে। কোস্টগার্ড ভবিষ্যতেও মানব পাচার রোধে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মানবপাচারের জালে আটক ৪৪, টেকনাফে কোস্টগার্ডের অভিযান সফল

আপডেট সময় : ০৫:৫৭:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

কক্সবাজারের টেকনাফের গহিন পাহাড়ে কোস্টগার্ডের বিশেষ অভিযানে নারী ও শিশুসহ ৪৪ জনকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

গোয়েন্দা সূত্রে জানা যায়, কিছু পাচারকারী চক্র মালয়েশিয়ায় পাঠানোর উদ্দেশ্যে উখিয়া ও টেকনাফের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের জিম্মি করে রেখেছিল। তারা গহিন পাহাড়ের পিনিস ভাঙা এলাকায় গোপন আস্তানায় বন্দি ছিল।

বাংলাদেশ কোস্টগার্ড বৃহস্পতিবার মধ্যরাত ২টা থেকে সকাল ৭টা পর্যন্ত অভিযান পরিচালনা করে। অভিযানে উদ্ধারকৃতদের মধ্যে ১৫ জন পুরুষ ও ২৯ জন নারী রয়েছে। তারা উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা।

উদ্ধারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, পাচারকারীরা বিদেশে উচ্চ বেতনের চাকরি, সুবিধাজনক কর্মসংস্থান ও উন্নত জীবনযাপনের প্রলোভন দেখিয়ে মানুষদের টেকনাফের পাহাড়ে নিয়ে গোপন আস্তানায় আটকে রেখেছিল। পরবর্তীতে তাদের নৌকাযোগে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা ছিল।

অভিযান চলাকালে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে গেছে। তবে তাদের গ্রেপ্তারের জন্য গোয়েন্দা নজরদারি ও অভিযান চলমান রয়েছে। কোস্টগার্ড ভবিষ্যতেও মানব পাচার রোধে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।