ঢাকা ০৩:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২

মেসির হাতে গোল্ডেন বুট, হেডে গোল করে মাতাল মাঠ

ছবি: সংগৃহীত

বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির জোড়া গোলে ন্যাশভিলে এসসিকে ৩-১ ব্যবধানে হারিয়েছে ইন্টার মায়ামি। শনিবার (২৫ অক্টোবর) ম্যাচে উড়ন্ত হেডে চোখধাঁধানো এক গোল করে সবাইকে মুগ্ধ করেন মেসি। খেলা শুরুর আগে মেজর লিগ সকারের কমিশনার ডন গারবার ফুটবলের এই মহাতারকার হাতে তুলে দেন মৌসুমের গোল্ডেন বুট পুরস্কার।

ন্যাশভিলের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে ইন্টার মায়ামি। ম্যাচের ১৯তম মিনিটেই দলকে লিড এনে দেন মেসি। লুইস সুয়ারেজের নিখুঁত ক্রসে বক্সের মাঝামাঝি দাঁড়িয়ে থাকা মেসি ডানদিকে শরীর ভাসিয়ে হেডে গোল করেন। সেই গোলেই ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় মায়ামি।

দ্বিতীয়ার্ধে আরও একবার গোলের দেখা পায় দলটি। ম্যাচের ৬২ মিনিটে তাদেও আলেন্দের গোলে ব্যবধান বাড়ায় মায়ামি। নির্ধারিত সময় শেষে যোগ হওয়া অতিরিক্ত ১২ মিনিটের ষষ্ঠ মিনিটে আবারও আলো ছড়ান মেসি। সহখেলোয়াড়ের বাড়ানো বল ন্যাশভিল গোলরক্ষক ঠেকাতে ব্যর্থ হলে সুযোগ কাজে লাগিয়ে আলতো স্পর্শে ফাঁকা জালে বল পাঠান আর্জেন্টাইন তারকা। শেষ মুহূর্তে হানি মুখতারের গোলে ব্যবধান কমায় ন্যাশভিল, তবে হার এড়াতে পারেনি দলটি।

ম্যাচ শেষে গোল্ডেন বুট হাতে মেসির প্রশংসায় ভাসেন মেজর লিগ সকারের কমিশনার ডন গারবার। তিনি বলেন, “আমরা কখনও ভাবিনি লিও এই ক্লাব, এই শহর এবং এই লিগের জন্য এতটা অবদান রাখবে। সে মেজর লিগ সকারের গতিপথই বদলে দিয়েছে। আগামী তিন বছর তাকে পেয়ে আমরা সত্যিই ভাগ্যবান। আশা করি, এই সময়টা পুরো লিগের জন্য এক অবিশ্বাস্য উপহার হয়ে থাকবে।”

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গণতন্ত্র পুনরুদ্ধারের সংকল্প নিয়ে যাত্রা শুরু করল ZCF চট্টগ্রাম উত্তর জেলা

মেসির হাতে গোল্ডেন বুট, হেডে গোল করে মাতাল মাঠ

আপডেট সময় : ১১:৪৭:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির জোড়া গোলে ন্যাশভিলে এসসিকে ৩-১ ব্যবধানে হারিয়েছে ইন্টার মায়ামি। শনিবার (২৫ অক্টোবর) ম্যাচে উড়ন্ত হেডে চোখধাঁধানো এক গোল করে সবাইকে মুগ্ধ করেন মেসি। খেলা শুরুর আগে মেজর লিগ সকারের কমিশনার ডন গারবার ফুটবলের এই মহাতারকার হাতে তুলে দেন মৌসুমের গোল্ডেন বুট পুরস্কার।

ন্যাশভিলের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে ইন্টার মায়ামি। ম্যাচের ১৯তম মিনিটেই দলকে লিড এনে দেন মেসি। লুইস সুয়ারেজের নিখুঁত ক্রসে বক্সের মাঝামাঝি দাঁড়িয়ে থাকা মেসি ডানদিকে শরীর ভাসিয়ে হেডে গোল করেন। সেই গোলেই ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় মায়ামি।

দ্বিতীয়ার্ধে আরও একবার গোলের দেখা পায় দলটি। ম্যাচের ৬২ মিনিটে তাদেও আলেন্দের গোলে ব্যবধান বাড়ায় মায়ামি। নির্ধারিত সময় শেষে যোগ হওয়া অতিরিক্ত ১২ মিনিটের ষষ্ঠ মিনিটে আবারও আলো ছড়ান মেসি। সহখেলোয়াড়ের বাড়ানো বল ন্যাশভিল গোলরক্ষক ঠেকাতে ব্যর্থ হলে সুযোগ কাজে লাগিয়ে আলতো স্পর্শে ফাঁকা জালে বল পাঠান আর্জেন্টাইন তারকা। শেষ মুহূর্তে হানি মুখতারের গোলে ব্যবধান কমায় ন্যাশভিল, তবে হার এড়াতে পারেনি দলটি।

ম্যাচ শেষে গোল্ডেন বুট হাতে মেসির প্রশংসায় ভাসেন মেজর লিগ সকারের কমিশনার ডন গারবার। তিনি বলেন, “আমরা কখনও ভাবিনি লিও এই ক্লাব, এই শহর এবং এই লিগের জন্য এতটা অবদান রাখবে। সে মেজর লিগ সকারের গতিপথই বদলে দিয়েছে। আগামী তিন বছর তাকে পেয়ে আমরা সত্যিই ভাগ্যবান। আশা করি, এই সময়টা পুরো লিগের জন্য এক অবিশ্বাস্য উপহার হয়ে থাকবে।”