
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এশিয়া সফরের সময় উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছেন।
স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউস থেকে এশিয়ার উদ্দেশে রওনা হওয়ার আগে সাংবাদিকদের তিনি বলেন, আমি চাই, তিনিও জানুক আমরা সেখানে যাচ্ছি।” কিমের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা সম্পর্কে ট্রাম্প বলেন, আমি জানি না। তবে আমরা তাকে জানিয়েছি, তিনি জানেন আমি যাচ্ছি।
ট্রাম্প আরও উল্লেখ করেন, তার সঙ্গে আমার খুবই ভালো সম্পর্ক রয়েছে। ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদে দায়িত্ব পালনের সময় ২০১৯ সালে কিমের সঙ্গে সর্বশেষ সাক্ষাৎ করেছিলেন।
এদিকে, দক্ষিণ কোরিয়ায় আগামী ৩০ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বহুল প্রতীক্ষিত বৈঠক। হোয়াইট হাউস বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে। এ বৈঠক হবে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে গিয়ংজু শহরে। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর এটি দুই নেতার প্রথম মুখোমুখি সাক্ষাৎ হবে।
ডেস্ক নিউজ/নিউজ টুডে 



























