
চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানার চাঞ্চল্যকর ফুল মিয়া হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মোঃ আলমসহ দুইজনকে চাঁন্দগাও থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
নিহত ভিকটিম ফুল মিয়া খাগড়াছড়ি জেলার মানিকছড়ি থানার বাসিন্দা এবং পেশায় বাসের হেলপার ছিলেন। তিনি চট্টগ্রাম মহানগরীর বায়েজীদ বোস্তামী থানাধীন মাইজপাড়ায় ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন। গত ২৮ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে বাসার পানি ও বিদ্যুৎ সরবরাহ নিয়ে বাসার মালিক মোঃ মোবারক হোসেনের সাথে তাঁর বাদানুবাদ হয়। এক পর্যায়ে মোঃ মোবারক হোসেন ও তাঁর সহযোগীরা মিলে ফুল মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে। এতে ভিকটিম জ্ঞান হারালে আসামিরা তাঁকে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপর আসামিরা কৌশলে মৃতদেহ হাসপাতাল থেকে সরিয়ে বাসার নিচতলায় রেখে পালিয়ে যায়।
এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ২৯ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে বায়েজিদ বোস্তামী থানায় ০৭ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন ।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করলে র্যাব-৭, চট্টগ্রাম গোয়েন্দা নজরদারি বাড়ায়। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে যে, মামলার ২নং এজাহারভুক্ত পলাতক আসামি মোঃ আলম চাঁন্দগাও থানার পাঠানিয়া এলাকায় অবস্থান করছে। এর ভিত্তিতে গত ২৭ অক্টোবর ২০২৫ ইং তারিখে আনুমানিক রাত ২টা ১০ মিনিটে র্যাব অভিযান চালিয়ে মোঃ আলমকে (২৫) গ্রেফতার করে।
পরবর্তীতে, গ্রেফতারকৃত মোঃ আলমের দেওয়া তথ্যের ভিত্তিতে র্যাব আরেকটি অভিযান পরিচালনা করে চাঁন্দগাও থানার মৌলভী পুকুর পাড়া রিয়াজ উদ্দিন উকিল সড়ক এলাকা থেকে মামলার ৬নং এজাহারভুক্ত পলাতক আসামি সাখারাকে (৩২) গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বায়েজিদ বোস্তামী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিজস্ব/নিউজ টুডে 

























