
ফেনী সদর থানার আশ্রয়ন প্রকল্প এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও ওষুধ উদ্ধার করেছে র্যাব-৭
ফেনী জেলার ফেনী সদর থানাধীন ধর্মপুর আশ্রয়ন প্রকল্প এলাকায় শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আমদানিকৃত বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও ওষুধ উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৭, চট্টগ্রাম।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭ জানতে পারে যে, ফেনী সদর থানার ধর্মপুর আশ্রয়ন প্রকল্প এলাকার জনৈক মোঃ অহিদুল মুন্সির বসতবাড়ির পিছনের ফাঁকা স্থানে অবৈধভাবে আমদানিকৃত ভারতীয় কাপড় ও ওষুধ মজুদ করে রাখা হয়েছে।
এ সংবাদের ভিত্তিতে ২৮ অক্টোবর ২০২৫ তারিখ দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে র্যাব-৭, চট্টগ্রাম-এর একটি আভিযানিক দল উক্ত স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৫টি সাদা প্লাস্টিকের বস্তা ও ১২টি খাকি রঙের কার্টন উদ্ধার করা হয়। এসব বস্তা ও কার্টন থেকে মোট ৩০২টি ভারতীয় শাড়ি, ২৪৮টি ভারতীয় জিন্স প্যান্ট এবং ২,১৮৪ পিস ভারতীয় Clop-G Cream উদ্ধার করা হয়।
র্যাব জানায়, উদ্ধারকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩২ লাখ টাকা।
উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী সদর মডেল থানার পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
 
																			 নিজস্ব/নিউজ টুডে
																নিজস্ব/নিউজ টুডে								 

























