ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২

জাতীয়করণের দাবিতে ইবতেদায়ি শিক্ষকদের ভুখা মিছিল ভেঙে দিয়েছে পুলিশ

ছবি : সংগৃহীত

জাতীয় প্রেস ক্লাব থেকে সচিবালয় অভিমুখী ভুখা মিছিলকে ছত্রভঙ্গ করেছে পুলিশ, যেখানে ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের জাতীয়করণের দাবি জানানো হচ্ছিল।

বুধবার (২৯ অক্টোবর) দুপুর ২টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির ব্যানারে শতশত শিক্ষক মিছিল শুরু করেন। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

লালমনিরহাটের হাতিবান্ধা স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষক মো. আব্দুস সালাম আজাদ বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে সচিবালয়ে যাচ্ছিলাম আমাদের দাবি জানাতে, কিন্তু পুলিশ বাধা দিয়েছে। আমাদের ওপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে এবং কান-মুখে জলকামান ব্যবহার করা হয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক। মৃত্যু হলেও আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”

জয়পুরহাট থেকে আসা শিক্ষক আব্দুল খালেক বলেন, “আমরা ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষাকে জাতীয়করণের দাবিতে আন্দোলন করছি। সরকার চাইলে আমাদের দাবি মেনে দিতে পারবে, কিন্তু তারা বাধা দিচ্ছে। যদিও আগে ঘোষণা হয়েছিল যে আমাদের দাবি মেনে নেওয়া হবে, তবুও তারা সময় নষ্ট করছে।”

ভুখা মিছিলের নেতৃত্ব দেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শামসুল আলম, কমিটির সদস্য সচিব মোহাম্মদ আল আমিন এবং বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি কাজী মোখলেছুর রহমান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

জাতীয়করণের দাবিতে ইবতেদায়ি শিক্ষকদের ভুখা মিছিল ভেঙে দিয়েছে পুলিশ

আপডেট সময় : ০৩:৫০:৩১ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

জাতীয় প্রেস ক্লাব থেকে সচিবালয় অভিমুখী ভুখা মিছিলকে ছত্রভঙ্গ করেছে পুলিশ, যেখানে ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের জাতীয়করণের দাবি জানানো হচ্ছিল।

বুধবার (২৯ অক্টোবর) দুপুর ২টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির ব্যানারে শতশত শিক্ষক মিছিল শুরু করেন। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

লালমনিরহাটের হাতিবান্ধা স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষক মো. আব্দুস সালাম আজাদ বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে সচিবালয়ে যাচ্ছিলাম আমাদের দাবি জানাতে, কিন্তু পুলিশ বাধা দিয়েছে। আমাদের ওপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে এবং কান-মুখে জলকামান ব্যবহার করা হয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক। মৃত্যু হলেও আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”

জয়পুরহাট থেকে আসা শিক্ষক আব্দুল খালেক বলেন, “আমরা ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষাকে জাতীয়করণের দাবিতে আন্দোলন করছি। সরকার চাইলে আমাদের দাবি মেনে দিতে পারবে, কিন্তু তারা বাধা দিচ্ছে। যদিও আগে ঘোষণা হয়েছিল যে আমাদের দাবি মেনে নেওয়া হবে, তবুও তারা সময় নষ্ট করছে।”

ভুখা মিছিলের নেতৃত্ব দেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শামসুল আলম, কমিটির সদস্য সচিব মোহাম্মদ আল আমিন এবং বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি কাজী মোখলেছুর রহমান।