
ক্যারিবীয় অঞ্চলে বিধ্বংসী তাণ্ডব চালানোর পর ঘূর্ণিঝড় মেলিসা এখন দুর্বল হয়ে পড়েছে। আবহাওয়া বিষয়ক সংস্থা অ্যাকুয়েদার জানিয়েছে, এই শক্তিশালী ঝড়ে জ্যামাইকা, কিউবা ও হাইতিতে কমপক্ষে ৫০ জনের প্রাণহানি ঘটেছে।
গত ২৮ অক্টোবর মেলিসা ক্যাটাগরি-৫ মাত্রার ঘূর্ণিঝড় হিসেবে জ্যামাইকার দক্ষিণ উপকূলে আঘাত হানে, যা ১৯৮৮ সালের পর দেশটিতে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঝড়। এতে বাড়িঘর, রাস্তাঘাট এবং ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। শুক্রবার (৩১ অক্টোবর) অ্যাকুয়েদার জানায়, শুধু পশ্চিম ক্যারিবীয় অঞ্চলেই ক্ষতির পরিমাণ ৪৮ থেকে ৫২ বিলিয়ন ডলার।
জ্যামাইকার সরকারি হিসাব অনুযায়ী, সেখানে ১৯ জন নিহত হয়েছেন এবং ৪ লাখ ৬০ হাজারের বেশি মানুষ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় আছেন। হাইতিতে ৩১ জন নিহত এবং ২০ জন নিখোঁজ রয়েছেন; কেবল দক্ষিণাঞ্চলের পেটি-গোয়ে এলাকায় একটি নদী উপচে পড়ায় ২৩ জনের মৃত্যু হয়, যাদের মধ্যে ১০টি শিশু ছিল।
কিউবায় ঝড়টি ক্যাটাগরি-৩ মাত্রায় দুর্বল হয়ে আঘাত হানে। সেখানে বড় ধরনের প্রাণহানি না হলেও ব্যাপক ক্ষয়ক্ষতি ও গণ-উচ্ছেদের ঘটনা ঘটেছে। বিশ্ব খাদ্য কর্মসূচির ক্যারিবীয় পরিচালক ব্রায়ান বোগার্ট ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের পর সেখানকার পরিস্থিতিকে “মাঠের অবস্থা একেবারেই বিপর্যস্ত ও ভয়াবহ” বলে বর্ণনা করেছেন।
প্রতিনিধির নাম 






















