
চলতি নভেম্বরে একমাত্র প্রীতি ম্যাচের জন্য এখনো চূড়ান্ত দল ঘোষণা করেনি আর্জেন্টিনা। তবে দেশটির গণমাধ্যম জানিয়েছে, আসন্ন সফরে থাকছেন না দলের বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। আগামী ১৪ নভেম্বর অ্যাঙ্গোলার বিপক্ষে প্রীতি ম্যাচে তাকে বিশ্রাম দিতে যাচ্ছেন কোচ লিওনেল স্কালোনি।
স্কালোনি ইতিমধ্যে মার্তিনেজের সঙ্গে কথা বলেছেন এবং জানিয়েছেন, এই ফিফা উইন্ডোতে তিনি দলের সঙ্গে থাকবেন না। এতে করে তরুণ ও বিকল্প গোলরক্ষকদের পরীক্ষা করার সুযোগ পাচ্ছেন আর্জেন্টিনা কোচ।
মার্তিনেজ যে আর্জেন্টিনা দলের অপরিহার্য অংশ, তা নিয়ে কোনো সন্দেহ নেই। ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতি পরিকল্পনার অংশ হিসেবেই তাকে বিশ্রাম দেওয়া হচ্ছে বলে জানা গেছে। এর মাধ্যমে স্কালোনি নতুন গোলরক্ষকদের দক্ষতা যাচাই করতে চান।
মার্তিনেজের অনুপস্থিতিতে অ্যাঙ্গোলার বিপক্ষে গোলপোস্টের দায়িত্ব পেতে পারেন ওয়াল্টার বেনিতেজ। সম্প্রতি তিনি ডাচ ক্লাব পিএসভি থেকে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্রিস্টাল প্যালেসে যোগ দিয়েছেন, যদিও এখনো নিয়মিত একাদশে সুযোগ পাননি।
ডেক্স নিউজ/নিউজ টুডে 




























