
ইরাকে নভেম্বরের প্রথম চার দিনে মোট ১১৪টি ভূমিকম্প রেকর্ড করেছে দেশটির আবহাওয়া ও ভূমিকম্প পর্যবেক্ষণ কর্তৃপক্ষ। সংস্থাটি জানায়, বেশিরভাগ ভূমিকম্পই ছিল ক্ষুদ্রমাত্রার, যা অনেক ক্ষেত্রেই মানুষ টের পাননি।
মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, ১ থেকে ৪ নভেম্বরের মধ্যে রিখটার স্কেলে এসব ভূমিকম্পের মাত্রা ছিল ১ দশমিক ০ থেকে ৪ দশমিক ৬। অধিকাংশ কম্পন ছিল সম্প্রতি খানাকিন অঞ্চলে হওয়া একটি শক্তিশালী ভূমিকম্পের আফটারশক। অঞ্চলটি ইরান সীমান্তঘেঁষা খানাকিন মেনদালি–বাদরা ফল্ট লাইনে অবস্থিত।
বিবৃতিতে আরও বলা হয়, বড় ভূমিকম্পের পর ধারাবাহিক আফটারশক হওয়া স্বাভাবিক বিষয়, যা চলতে থাকে যতক্ষণ না ভূপৃষ্ঠ স্থিতিশীল হয়।
এর আগে অক্টোবর মাসে ইরাকে ৮০টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছিল এর মধ্যে ৩০টি দেশের ভেতরে এবং ৫০টি সীমান্ত এলাকায় সংঘটিত হয়।
ডেক্স নিউজ/নিউজ টুডে 


























