
উইয়র্কের নতুন মেয়র নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি। নির্বাচনের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে তার বিরোধিতা করেন। তিনি নিজ দলের প্রার্থীকে এড়িয়ে স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমোকে সমর্থন দেন এবং নিউইয়র্কবাসীদের আহ্বান জানান মামদানির বদলে কুমোকে ভোট দিতে।
ভোটে বিজয়ের পর ব্রুকলিনে দেওয়া ভাষণে মামদানি ট্রাম্পকে উদ্দেশ করে বলেন, “ডোনাল্ড ট্রাম্প, আমি জানি আপনি দেখছেন। আমি শুধু বলব ‘টার্ন দ্য ভলিউম আপ’ (আওয়াজ বাড়ান)।”
তিনি আরও বলেন, “আমাদের কাছে পৌঁছাতে চাইলে আপনাকে আমাদের সবার মধ্য দিয়েই যেতে হবে।”
মামদানি যখন বক্তব্য দিচ্ছিলেন, ঠিক তখনই ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ লিখেন, এবং এবার এটা শুরু হলো
ভাষণের শুরুতেই সমর্থকেরা স্লোগান দিতে থাকেন “জোহরান, জোহরান!” উত্তেজিত জনতার উদ্দেশে মামদানি বলেন, “আজ আমরা প্রমাণ করেছি, আশা এখনো জীবিত। নিউইয়র্কবাসী এখন তাদের নেতাদের কাছ থেকে আরও সাহসী পদক্ষেপের প্রত্যাশা করবে।”
তিনি আরও যোগ করেন, “এই রাজনৈতিক অন্ধকারের সময়েও নিউইয়র্ক আলো ছড়াবে, আলোর প্রতীক হয়ে থাকবে।”
প্রায় আধা ঘণ্টারও কম সময়ের এই ভাষণেই জোহরান মামদানি ঘোষণা দেন নিউইয়র্কের নতুন যুগের সূচনার।
ডেক্স নিউজ/নিউজ টুডে 


























