ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১ হাজারের বেশি

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়া পাঁচজনসহ চলতি বছরে এ পর্যন্ত মোট ৩০৭ জনের মৃত্যু হয়েছে। এ বছর এখন পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৬ হাজার ২৬ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে (১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত) দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মারা গিয়েছিলেন ৫৭৫ জন। এর আগের বছর ২০২৩ সালে ডেঙ্গুতে রেকর্ড ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয় এবং আক্রান্ত হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।

বিশেষজ্ঞরা বলছেন, আবহাওয়াজনিত পরিবর্তন, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা ও মশার প্রজননক্ষেত্র নিয়ন্ত্রণে দুর্বলতা ডেঙ্গু বিস্তারের প্রধান কারণ হিসেবে চিহ্নিত হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০২৬ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১ হাজারের বেশি

আপডেট সময় : ০৭:০১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়া পাঁচজনসহ চলতি বছরে এ পর্যন্ত মোট ৩০৭ জনের মৃত্যু হয়েছে। এ বছর এখন পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৬ হাজার ২৬ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে (১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত) দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মারা গিয়েছিলেন ৫৭৫ জন। এর আগের বছর ২০২৩ সালে ডেঙ্গুতে রেকর্ড ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয় এবং আক্রান্ত হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।

বিশেষজ্ঞরা বলছেন, আবহাওয়াজনিত পরিবর্তন, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা ও মশার প্রজননক্ষেত্র নিয়ন্ত্রণে দুর্বলতা ডেঙ্গু বিস্তারের প্রধান কারণ হিসেবে চিহ্নিত হচ্ছে।