ঢাকা ০৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২

ফুলবাড়ীতে বিজিবির অভিযান, ভারতীয়সহ নারী-শিশু পাচারচক্রের ৬ সদস্য গ্রেপ্তার

দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে ভারতীয় নাগরিকসহ ছয়জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ফুলবাড়ী উপজেলার রসুলপুর (পলিপাড়া) গ্রামের মৃত জাহিরুল চৌধুরীর বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার নোইল থানার মারগ্রামের বাসিন্দা ও নারী-শিশু পাচারচক্রের সদস্য নেপাল বর্মন (২৯), নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার শালবাড়ী গ্রামের ওমর বর্মনের মেয়ে জলি রানী (৩০), একই এলাকার মিঠু চন্দ্রের দুই মেয়ে (বয়স ১০ ও ৩ বছর), নওগাঁর পত্নীতলা উপজেলার বড়চাঁদপুর গ্রামের মৃত নিতাই চন্দ্র দাসের ছেলে শ্রী বিজন কুমার দাস (৫৫) এবং তার স্ত্রী শ্রীমতি লিপি রানী দাস (৪৭)।

বিজিবির ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও মানবপাচার প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। আটক ব্যক্তিদের ফুলবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম খন্দকার মহিব্বুল হক বলেন, বিজিবির পক্ষ থেকে মানবপাচার ও নারী-শিশু পাচার আইনে মামলা রুজু করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০২৬ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

ফুলবাড়ীতে বিজিবির অভিযান, ভারতীয়সহ নারী-শিশু পাচারচক্রের ৬ সদস্য গ্রেপ্তার

আপডেট সময় : ০৩:১৭:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫

দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে ভারতীয় নাগরিকসহ ছয়জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ফুলবাড়ী উপজেলার রসুলপুর (পলিপাড়া) গ্রামের মৃত জাহিরুল চৌধুরীর বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার নোইল থানার মারগ্রামের বাসিন্দা ও নারী-শিশু পাচারচক্রের সদস্য নেপাল বর্মন (২৯), নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার শালবাড়ী গ্রামের ওমর বর্মনের মেয়ে জলি রানী (৩০), একই এলাকার মিঠু চন্দ্রের দুই মেয়ে (বয়স ১০ ও ৩ বছর), নওগাঁর পত্নীতলা উপজেলার বড়চাঁদপুর গ্রামের মৃত নিতাই চন্দ্র দাসের ছেলে শ্রী বিজন কুমার দাস (৫৫) এবং তার স্ত্রী শ্রীমতি লিপি রানী দাস (৪৭)।

বিজিবির ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও মানবপাচার প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। আটক ব্যক্তিদের ফুলবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম খন্দকার মহিব্বুল হক বলেন, বিজিবির পক্ষ থেকে মানবপাচার ও নারী-শিশু পাচার আইনে মামলা রুজু করা হয়েছে।