ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২

চাঁদপুরে আবাসিক হোটেলে যুবকের রহস্যময়ী মৃত্যু,

চাঁদপুরের একটি আবাসিক হোটেল থেকে যুবক মো. সালাউদ্দিনের (৩০) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৯ নভেম্বর) চাঁদপুর সদর মডেল থানার ওসি বাহার মিয়া জানান, এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ তথ্যপ্রযুক্তি ও হোটেলসহ আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ উদ্ধার করে ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা করছে।

সালাউদ্দিন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের বাসিন্দা এবং চাঁদপুরের ভাই ভাই আবাসিক হোটেলের কর্মচারী ছিলেন। তিনি হোটেলের দোতলার একটি কক্ষে থাকতেন এবং নিচের রেস্টুরেন্টেও কাজ করতেন। রেস্টুরেন্টের সহকর্মী মো. লিমন জানান, কক্সবাজার থেকে ফেরার পর তিন দিন তিনি অসুস্থ থাকার কারণে হোটেলের কাজে যোগ দেননি। শনিবার দুপুরে সদর হাসপাতালে চিকিৎসার কথা থাকলেও রাত সাড়ে ১০টায় রান্নার কাজে ডাকতে গিয়ে দরজা বন্ধ পেয়ে সবাইকে খবর দেন।

হোটেল মালিক মো. রাসেল মিয়া জানান, সালাউদ্দিনের সঙ্গে কারও কোনো বৈরী সম্পর্ক ছিল না। পুলিশ মরদেহ সিলিং ফ্যানের সঙ্গে গামছা বেঁধে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে এবং ঘটনা তদন্ত করছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০২৬ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

চাঁদপুরে আবাসিক হোটেলে যুবকের রহস্যময়ী মৃত্যু,

আপডেট সময় : ০২:১৯:২৬ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫

চাঁদপুরের একটি আবাসিক হোটেল থেকে যুবক মো. সালাউদ্দিনের (৩০) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৯ নভেম্বর) চাঁদপুর সদর মডেল থানার ওসি বাহার মিয়া জানান, এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ তথ্যপ্রযুক্তি ও হোটেলসহ আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ উদ্ধার করে ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা করছে।

সালাউদ্দিন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের বাসিন্দা এবং চাঁদপুরের ভাই ভাই আবাসিক হোটেলের কর্মচারী ছিলেন। তিনি হোটেলের দোতলার একটি কক্ষে থাকতেন এবং নিচের রেস্টুরেন্টেও কাজ করতেন। রেস্টুরেন্টের সহকর্মী মো. লিমন জানান, কক্সবাজার থেকে ফেরার পর তিন দিন তিনি অসুস্থ থাকার কারণে হোটেলের কাজে যোগ দেননি। শনিবার দুপুরে সদর হাসপাতালে চিকিৎসার কথা থাকলেও রাত সাড়ে ১০টায় রান্নার কাজে ডাকতে গিয়ে দরজা বন্ধ পেয়ে সবাইকে খবর দেন।

হোটেল মালিক মো. রাসেল মিয়া জানান, সালাউদ্দিনের সঙ্গে কারও কোনো বৈরী সম্পর্ক ছিল না। পুলিশ মরদেহ সিলিং ফ্যানের সঙ্গে গামছা বেঁধে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে এবং ঘটনা তদন্ত করছে।