ঢাকা ০৭:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২

নাটোরের লালপুরে যৌথ বাহিনীর অভিযান, অস্ত্র-মাদকসহ ২০ জন গ্রেপ্তার

নাটোরের লালপুরে বিশেষ অভিযানে হ্যাকিংয়ে জড়িত ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ২০ জনকে আটক করেছে যৌথ বাহিনী। অভিযানে দুইটি আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

রোববার (৯ নভেম্বর) দুপুরে আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

লালপুর থানা সূত্রে জানা গেছে, নাটোর জেলা পুলিশের নেতৃত্বে র‍্যাব, আর্মড পুলিশ ও লালপুর থানা পুলিশের একটি যৌথ দল শনিবার সকাল থেকে রবিবার সকাল পর্যন্ত উপজেলার পদ্মা নদীর চরসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় অস্ত্র ও মাদক উদ্ধারসহ হ্যাকিং এবং বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত মোট ২০ জনকে আটক করা হয়।

অভিযানে রাজশাহী আরআরএফের অতিরিক্ত ডিআইজি দীন মোহাম্মদ, নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, নাটোর সদর সার্কেল এএসপি মাহমুদা আক্তার নেলি, বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শোভন চন্দ্র হোড়, সিংড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার নূর মোহাম্মদ, ডিবি পুলিশের ওসি মো. হাবিবুল্লাহ, লালপুর থানার ওসি রফিকুল ইসলাম এবং সিংড়া থানার ওসি মমিনুজ্জামান উপস্থিত ছিলেন।

অভিযান চলাকালে পদ্মা নদীর চরের একটি ঝুপড়ি ঘর থেকে একটি ওয়ান-শুটার গান, একটি রিভলভারসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম কালবেলাকে জানান, “বিশেষ অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে হ্যাকিং, মাদক ও অস্ত্র মামলায় জড়িত ২০ জনকে আটক করা হয়েছে।” তিনি আরও বলেন, “এ ঘটনায় লালপুর থানায় তিনটি পৃথক মামলা দায়ের করে আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।”

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০২৬ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

নাটোরের লালপুরে যৌথ বাহিনীর অভিযান, অস্ত্র-মাদকসহ ২০ জন গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:৪৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫

নাটোরের লালপুরে বিশেষ অভিযানে হ্যাকিংয়ে জড়িত ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ২০ জনকে আটক করেছে যৌথ বাহিনী। অভিযানে দুইটি আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

রোববার (৯ নভেম্বর) দুপুরে আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

লালপুর থানা সূত্রে জানা গেছে, নাটোর জেলা পুলিশের নেতৃত্বে র‍্যাব, আর্মড পুলিশ ও লালপুর থানা পুলিশের একটি যৌথ দল শনিবার সকাল থেকে রবিবার সকাল পর্যন্ত উপজেলার পদ্মা নদীর চরসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় অস্ত্র ও মাদক উদ্ধারসহ হ্যাকিং এবং বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত মোট ২০ জনকে আটক করা হয়।

অভিযানে রাজশাহী আরআরএফের অতিরিক্ত ডিআইজি দীন মোহাম্মদ, নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, নাটোর সদর সার্কেল এএসপি মাহমুদা আক্তার নেলি, বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শোভন চন্দ্র হোড়, সিংড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার নূর মোহাম্মদ, ডিবি পুলিশের ওসি মো. হাবিবুল্লাহ, লালপুর থানার ওসি রফিকুল ইসলাম এবং সিংড়া থানার ওসি মমিনুজ্জামান উপস্থিত ছিলেন।

অভিযান চলাকালে পদ্মা নদীর চরের একটি ঝুপড়ি ঘর থেকে একটি ওয়ান-শুটার গান, একটি রিভলভারসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম কালবেলাকে জানান, “বিশেষ অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে হ্যাকিং, মাদক ও অস্ত্র মামলায় জড়িত ২০ জনকে আটক করা হয়েছে।” তিনি আরও বলেন, “এ ঘটনায় লালপুর থানায় তিনটি পৃথক মামলা দায়ের করে আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।”