ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২

আরও একবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নে বিভোর লিওনেল মেসি

বিশ্বকাপ নাকি ব্যালন ডি’অর কোনটা বেছে নেবেন লিওনেল মেসি? প্রশ্নটা যতটা সহজ, উত্তরটা ততটাই স্পষ্ট করে দেয় এই ফুটবল কিংবদন্তির মনোভাব। আর্জেন্টিনার অধিনায়ক সম্প্রতি অংশ নেন জনপ্রিয় ফুটবল পেজ ‘৪৩৩’এর আয়োজিত এক মজার পিং পং প্রশ্নোত্তর খেলায়, যেখানে ফুটবলের বাইরেও উঠে আসে তাঁর ব্যক্তিগত জীবন, পছন্দ–অপছন্দ ও ভবিষ্যৎ পরিকল্পনার নানা দিক।

প্রথম প্রশ্নেই আসে সবচেয়ে কঠিনটি আরও একবার বিশ্বকাপ জেতা, নাকি আরেকটা ব্যালন ডি’অর পাওয়া? মেসির উত্তর ছিল একদম দ্বিধাহীন “বিশ্বকাপ!”

আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকার কাছে দলীয় অর্জনই সবার উপরে। ব্যক্তিগত স্বীকৃতি নয়, বরং দেশের জার্সিতে আরেকবার বিশ্বজয়ের স্বপ্নই তাকে টানে সবচেয়ে বেশি।

সাক্ষাৎকারে মেসি আরও কিছু মজার তথ্যও জানান, তিনি মিয়ামির চেয়ে বার্সেলোনার আবহাওয়া বেশি পছন্দ করেন। হ্যাটট্রিকের চেয়ে দলকে জেতানো একমাত্র গোলকেই বেশি মূল্য দেন। আর তাঁর মতে, সরাসরি কর্নার থেকে করা গোল (অলিম্পিক গোল) মাঝমাঠ থেকে গোল করার চেয়েও বেশি রোমাঞ্চকর।

সবচেয়ে আলোচিত প্রশ্নটি আসে একদম শেষে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। প্রশ্ন করা হয়, খেলা ছাড়ার পর আপনি কোচ হতে চান, না ক্লাবের মালিক? মেসির সংক্ষিপ্ত কিন্তু অর্থবহ উত্তর আমি ক্লাবের মালিক হতে চাই।

এই কথাতেই যেন ফুটে ওঠে তাঁর ভবিষ্যৎ ভাবনা। আসলে তিনি ইতোমধ্যেই তাঁর প্রিয় বন্ধু লুইস সুয়ারেজের সঙ্গে যৌথভাবে উরুগুয়ের ক্লাব ডেপোর্তিভো এলএসএম এর মালিকানায় যুক্ত হয়েছেন।

বর্তমানে এই রোজারিও জন্মা তারকা আর্জেন্টিনা দলের সঙ্গে রয়েছেন অ্যাঙ্গোলার বিপক্ষে প্রীতি ম্যাচের প্রস্তুতিতে। বছরের শেষ ম্যাচে আবারও মাঠে দেখা যাবে মেসিকে চেনা হাসিতে মুখ উজ্জ্বল, তবে মনে হয়তো চলছে নতুন এক অধ্যায়ের প্রস্তুতি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০২৬ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

আরও একবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নে বিভোর লিওনেল মেসি

আপডেট সময় : ১২:২২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

বিশ্বকাপ নাকি ব্যালন ডি’অর কোনটা বেছে নেবেন লিওনেল মেসি? প্রশ্নটা যতটা সহজ, উত্তরটা ততটাই স্পষ্ট করে দেয় এই ফুটবল কিংবদন্তির মনোভাব। আর্জেন্টিনার অধিনায়ক সম্প্রতি অংশ নেন জনপ্রিয় ফুটবল পেজ ‘৪৩৩’এর আয়োজিত এক মজার পিং পং প্রশ্নোত্তর খেলায়, যেখানে ফুটবলের বাইরেও উঠে আসে তাঁর ব্যক্তিগত জীবন, পছন্দ–অপছন্দ ও ভবিষ্যৎ পরিকল্পনার নানা দিক।

প্রথম প্রশ্নেই আসে সবচেয়ে কঠিনটি আরও একবার বিশ্বকাপ জেতা, নাকি আরেকটা ব্যালন ডি’অর পাওয়া? মেসির উত্তর ছিল একদম দ্বিধাহীন “বিশ্বকাপ!”

আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকার কাছে দলীয় অর্জনই সবার উপরে। ব্যক্তিগত স্বীকৃতি নয়, বরং দেশের জার্সিতে আরেকবার বিশ্বজয়ের স্বপ্নই তাকে টানে সবচেয়ে বেশি।

সাক্ষাৎকারে মেসি আরও কিছু মজার তথ্যও জানান, তিনি মিয়ামির চেয়ে বার্সেলোনার আবহাওয়া বেশি পছন্দ করেন। হ্যাটট্রিকের চেয়ে দলকে জেতানো একমাত্র গোলকেই বেশি মূল্য দেন। আর তাঁর মতে, সরাসরি কর্নার থেকে করা গোল (অলিম্পিক গোল) মাঝমাঠ থেকে গোল করার চেয়েও বেশি রোমাঞ্চকর।

সবচেয়ে আলোচিত প্রশ্নটি আসে একদম শেষে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। প্রশ্ন করা হয়, খেলা ছাড়ার পর আপনি কোচ হতে চান, না ক্লাবের মালিক? মেসির সংক্ষিপ্ত কিন্তু অর্থবহ উত্তর আমি ক্লাবের মালিক হতে চাই।

এই কথাতেই যেন ফুটে ওঠে তাঁর ভবিষ্যৎ ভাবনা। আসলে তিনি ইতোমধ্যেই তাঁর প্রিয় বন্ধু লুইস সুয়ারেজের সঙ্গে যৌথভাবে উরুগুয়ের ক্লাব ডেপোর্তিভো এলএসএম এর মালিকানায় যুক্ত হয়েছেন।

বর্তমানে এই রোজারিও জন্মা তারকা আর্জেন্টিনা দলের সঙ্গে রয়েছেন অ্যাঙ্গোলার বিপক্ষে প্রীতি ম্যাচের প্রস্তুতিতে। বছরের শেষ ম্যাচে আবারও মাঠে দেখা যাবে মেসিকে চেনা হাসিতে মুখ উজ্জ্বল, তবে মনে হয়তো চলছে নতুন এক অধ্যায়ের প্রস্তুতি।