ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২

সাতক্ষীরায় বিজিবির টানা অভিযানে কোটি টাকার মালামাল আটক

সাতক্ষীরা সীমান্তে বিশেষ চোরাচালানবিরোধী অভিযানে প্রায় ৬২ লাখ টাকা মূল্যের ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযান পরিচালিত হয়েছে ৭ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর দ্বারা।

বিজিবির দেওয়া তথ্যে জানা গেছে, পদ্মশাখরা, ভোমরা, গাজীপুর, ঘোনা, বৈকারী, কালিয়ানী, কুশখালী, তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা, হিজলদী, সুলতানপুর ও চান্দুরিয়া বিওপি সংলগ্ন সীমান্ত এলাকা এবং বাকাল-ঝাউডাঙ্গা চেকপোস্টে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ৫৭ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় ওষুধ, ১ লাখ ৮২ হাজার ৫০০ টাকার ভারতীয় শাড়ি এবং ২ লাখ ২৯ হাজার ৯০০ টাকার অন্যান্য পণ্য জব্দ করা হয়েছে। বিজিবি জানিয়েছে, এসব পণ্য ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাংলাদেশে আনা হচ্ছিল। এতে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকারের রাজস্বও ক্ষতিগ্রস্ত হচ্ছিল।

জব্দ করা মালামাল আইনগত প্রক্রিয়া শেষে সাতক্ষীরা কাস্টমসে হস্তান্তর করা হয়েছে। স্থানীয়রা বিজিবির উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং সীমান্তজুড়ে এমন অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

 

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০২৬ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

সাতক্ষীরায় বিজিবির টানা অভিযানে কোটি টাকার মালামাল আটক

আপডেট সময় : ০৮:১৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

সাতক্ষীরা সীমান্তে বিশেষ চোরাচালানবিরোধী অভিযানে প্রায় ৬২ লাখ টাকা মূল্যের ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযান পরিচালিত হয়েছে ৭ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর দ্বারা।

বিজিবির দেওয়া তথ্যে জানা গেছে, পদ্মশাখরা, ভোমরা, গাজীপুর, ঘোনা, বৈকারী, কালিয়ানী, কুশখালী, তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা, হিজলদী, সুলতানপুর ও চান্দুরিয়া বিওপি সংলগ্ন সীমান্ত এলাকা এবং বাকাল-ঝাউডাঙ্গা চেকপোস্টে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ৫৭ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় ওষুধ, ১ লাখ ৮২ হাজার ৫০০ টাকার ভারতীয় শাড়ি এবং ২ লাখ ২৯ হাজার ৯০০ টাকার অন্যান্য পণ্য জব্দ করা হয়েছে। বিজিবি জানিয়েছে, এসব পণ্য ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাংলাদেশে আনা হচ্ছিল। এতে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকারের রাজস্বও ক্ষতিগ্রস্ত হচ্ছিল।

জব্দ করা মালামাল আইনগত প্রক্রিয়া শেষে সাতক্ষীরা কাস্টমসে হস্তান্তর করা হয়েছে। স্থানীয়রা বিজিবির উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং সীমান্তজুড়ে এমন অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।