ঢাকা ১১:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২

ক্ষমতায় গেলে পদ্মা–তিস্তা পানিবণ্টনে অগ্রাধিকার দেবে বিএনপি: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি সরকারে এলে পদ্মা–তিস্তা নদীর পানিবণ্টন এবং ফারাক্কা বাঁধ–সংক্রান্ত বিষয়গুলোকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। প্রতিবেশী দেশের সঙ্গে সমতার ভিত্তিতে সম্পর্ক গড়ে তোলা হবে, যেখানে কোনো ধরনের দাদাগিরির সুযোগ থাকবে না।

শনিবার (১৫ নভেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীর ওপর নির্মিত রাবার ড্যাম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, প্রতিটি দেশই নিজের স্বার্থকে গুরুত্ব দেয় এটাই স্বাভাবিক। তবে জনগণের ভোটে নির্বাচিত সরকার না থাকলে দেশের ন্যায্য অধিকার আদায় সম্ভব হয় না। বিএনপি ক্ষমতায় গেলে পদ্মা ও তিস্তার পানিবণ্টনে দেশের ন্যায্য হিস্যা নিশ্চিত করাই হবে অগ্রাধিকার।

চাঁপাইনবাবগঞ্জে ‘বাঁচাও পদ্মা, বাঁচাও দেশ; সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে শনিবার বিকেলে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে বিএনপি গণসমাবেশের আয়োজন করেছে, যেখানে যোগ দেওয়ার কথা রয়েছে দলের মহাসচিবের।

বাংলাদেশ–ভারতের অভিন্ন নদী পদ্মার ন্যায্য পানিবণ্টনের দাবিতে জেলায় কয়েক দফায় কর্মসূচি পালন করেছে বিএনপি। ২ নভেম্বর শহীদ সাটু হলে মতবিনিময় সভার মাধ্যমে কর্মসূচি শুরু হয় এবং পরবর্তী সময়ে প্রতিটি উপজেলায় সমাবেশ অনুষ্ঠিত হয়। সেই ধারাবাহিকতায় শনিবার জেলা পর্যায়ে বড় গণসমাবেশ আয়োজন করা হয়েছে।

এ কর্মসূচির সমন্বয় করছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ–৩ আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ। তাকে সহযোগিতা করছেন চেয়ারপারসনের আরেক উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ–১ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক শাহজাহান মিঞা এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিল্প–বাণিজ্যবিষয়ক সহসম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ–২ আসনের সাবেক সাংসদ মো. আমিনুল ইসলাম।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০২৬ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

ক্ষমতায় গেলে পদ্মা–তিস্তা পানিবণ্টনে অগ্রাধিকার দেবে বিএনপি: মির্জা ফখরুল

আপডেট সময় : ০৩:৫১:১২ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি সরকারে এলে পদ্মা–তিস্তা নদীর পানিবণ্টন এবং ফারাক্কা বাঁধ–সংক্রান্ত বিষয়গুলোকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। প্রতিবেশী দেশের সঙ্গে সমতার ভিত্তিতে সম্পর্ক গড়ে তোলা হবে, যেখানে কোনো ধরনের দাদাগিরির সুযোগ থাকবে না।

শনিবার (১৫ নভেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীর ওপর নির্মিত রাবার ড্যাম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, প্রতিটি দেশই নিজের স্বার্থকে গুরুত্ব দেয় এটাই স্বাভাবিক। তবে জনগণের ভোটে নির্বাচিত সরকার না থাকলে দেশের ন্যায্য অধিকার আদায় সম্ভব হয় না। বিএনপি ক্ষমতায় গেলে পদ্মা ও তিস্তার পানিবণ্টনে দেশের ন্যায্য হিস্যা নিশ্চিত করাই হবে অগ্রাধিকার।

চাঁপাইনবাবগঞ্জে ‘বাঁচাও পদ্মা, বাঁচাও দেশ; সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে শনিবার বিকেলে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে বিএনপি গণসমাবেশের আয়োজন করেছে, যেখানে যোগ দেওয়ার কথা রয়েছে দলের মহাসচিবের।

বাংলাদেশ–ভারতের অভিন্ন নদী পদ্মার ন্যায্য পানিবণ্টনের দাবিতে জেলায় কয়েক দফায় কর্মসূচি পালন করেছে বিএনপি। ২ নভেম্বর শহীদ সাটু হলে মতবিনিময় সভার মাধ্যমে কর্মসূচি শুরু হয় এবং পরবর্তী সময়ে প্রতিটি উপজেলায় সমাবেশ অনুষ্ঠিত হয়। সেই ধারাবাহিকতায় শনিবার জেলা পর্যায়ে বড় গণসমাবেশ আয়োজন করা হয়েছে।

এ কর্মসূচির সমন্বয় করছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ–৩ আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ। তাকে সহযোগিতা করছেন চেয়ারপারসনের আরেক উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ–১ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক শাহজাহান মিঞা এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিল্প–বাণিজ্যবিষয়ক সহসম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ–২ আসনের সাবেক সাংসদ মো. আমিনুল ইসলাম।