
রাতের নিস্তব্ধতায় হঠাৎ এক ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল শ্রীনগরের নওগাম থানা। বিস্ফোরণের তীব্রতায় মুহূর্তেই ছড়িয়ে ছিটিয়ে পড়ল পুলিশের দেহাংশ। এই মর্মান্তিক ঘটনা ঘটেছে ভারতের জম্মু ও কাশ্মীরে।
শনিবার (১৫ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এই তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়েছে, থানা সংলগ্ন একটি বাড়ির সিসিটিভির ফুটেজে ধরা পড়েছে বিস্ফোরণের ভয়াবহ মুহূর্ত। ফুটেজে দেখা যায়, থানার ভেতরে আচমকা আগুন ছড়িয়ে পড়ে এবং বিস্ফোরণের তীব্র শব্দে ভবন মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয়।
ভারতীয় সংবাদমাধ্যম পিটিআই জানায়, কয়েক দিন আগে ফরিদাবাদ থেকে জব্দ করা বিপুল পরিমাণ অ্যামোনিয়াম নাইট্রেট পুলিশ পরীক্ষা করছিল। সেই পরীক্ষার সময়ই ঘটে এই ভয়াবহ বিস্ফোরণ। এতে অন্তত ৯ জন নিহত এবং ২৭ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে অধিকাংশই পুলিশের ফরেনসিক বিভাগের কর্মকর্তা। বিস্ফোরণের তীব্রতায় অনেক পুলিশ কর্মকর্তার দেহাংশ প্রায় ৩০০ মিটার দূরে ছিটকে যায়। বিস্ফোরণের শব্দ ১৫ কিলোমিটার দূরে থেকেও শোনা গেছে।
কাশ্মীর পুলিশের ডিজিপি জানিয়েছেন, শুক্রবার রাত ১১টা ২০ মিনিটে বিস্ফোরক পরীক্ষা করার সময়ই দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে অন্য কোনো কারণ নির্দেশ করা হয়নি। বিস্ফোরণে থানাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আশপাশের ভবনগুলিতেও ব্যাপক ক্ষতি হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানার জন্য তদন্ত শুরু হয়েছে
ডেক্স নিউজ/নিউজ টুডে 


























