
ন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর মিনি নিলাম অনুষ্ঠিত হবে ১৬ ডিসেম্বর। নিলামের আগে শনিবার (১৫ নভেম্বর) ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের ছেড়ে দেওয়া ও ধরে রাখা খেলোয়াড়দের তালিকা চূড়ান্ত করেছে।
নিলামের আগে জানা গেছে, কোন দল কত টাকা নিয়ে অংশ নেবে। মিনি নিলামে সবচেয়ে বেশি টাকা রয়েছে কলকাতা নাইট রাইডার্সের, আর সবচেয়ে কম টাকায় অংশ নেবে মুম্বাই ইন্ডিয়ান্স। মিনি নিলামে সর্বোচ্চ ৭৭ জন খেলোয়াড় দলভুক্ত হতে পারবে। ফ্র্যাঞ্চাইজিগুলো মোট ২৩৭ কোটি ৫৫ লাখ রুপি ব্যয় করতে পারবে, আর একটি দল সর্বোচ্চ ১২৫ কোটি রুপি খরচ করতে পারবে।
নিলামের আগে প্রতিটি দলের বাজেট: চেন্নাই সুপার কিংস: ৪৩ কোটি ৪০ লাখ, দিল্লি ক্যাপিটালস: ২১ কোটি ৮০ লাখ, গুজরাট টাইটান্স: ১২ কোটি ৯০ লাখ, কলকাতা নাইট রাইডার্স: ৬৪ কোটি ৩০ লাখ, লক্ষ্ণৌ সুপার জায়ান্টস: ২২ কোটি ৯৫ লাখ, মুম্বাই ইন্ডিয়ান্স: ২ কোটি ৭৫ লাখ, পাঞ্জাব কিংস: ১১ কোটি ৫০ লাখ, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: ১৬ কোটি ৪০ লাখ, রাজস্থান রয়্যালস: ১৬ কোটি ৫ লাখ, সানরাইজার্স হায়দরাবাদ: ২৫ কোটি ৫০ লাখ
ডেক্স নিউজ/নিউজ টুডে 




























