
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের দায়িত্ব কেবল নির্বাচন কমিশনের নয়, রাজনৈতিক দলগুলোরও রয়েছে এবং তারা জাতির কাছে এর জন্য দায়বদ্ধ। বুধবার (১৯ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ৭টি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সংলাপের শুরুতে তিনি এ কথা জানান।
সিইসি বলেন, “আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেয়েও ভোটে বড় ভূমিকা রয়েছে রাজনৈতিক দলগুলোর। দলগুলো আন্তরিকভাবে কাজ করলে নির্বাচন কমিশনকে বাড়তি চাপ নিতে হয় না।”
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়মিত সংলাপ চালাচ্ছে নির্বাচন কমিশন। এর ধারাবাহিকতায় বুধবার বিএনপি ও জামায়াতসহ মোট ১৩ দলের সঙ্গে সংলাপে বসেছে ইসি। প্রথম দফায় সকালে জামায়াতে ইসলামি, জাতীয় নাগরিক পার্টি–এনসিপি, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি, ইনসানিয়াত বিপ্লব, গণসংহতি আন্দোলন ও জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন–এনডিএম এবং বাংলাদেশ লেবার পার্টির সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হয়।
অপর দিকে, বেলা ২টা থেকে বিএনপি, বাংলাদেশ জাতীয় পার্টি–বিজেপি, গণঅধিকার পরিষদ, নাগরিক ঐক্য, বাংলাদেশ রিপাবলিকান পার্টি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল সংলাপে অংশ নেবে। এর আগে গত দুই দিনে মোট ২৪টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করেছে নির্বাচন কমিশন।
সংলাপে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর নেতারা সুষ্ঠু ভোট আয়োজনে আচরণবিধি মানার ক্ষেত্রে নির্বাচন কমিশনের ক্ষমতা প্রয়োগের গুরুত্বের ওপর জোর দিয়েছেন। তারা আরও লেভেল প্লেইং ফিল্ড তৈরির আহ্বান জানিয়েছেন।
ডেক্স নিউজ/নিউজ টুডে 

























