
ক্যারিবিয়ান সাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কুরাসাও কনকাকাফ অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ইতিহাস গড়েছে। গ্রুপ ‘বি’-তে জ্যামাইকার বিপক্ষে গোলশূন্য ড্র করে তারা বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছে। মাত্র দেড় লাখ মানুষের দেশটি এবার প্রথমবারের মতো বিশ্বকাপ খেলবে।
গ্রুপের শেষ দিন পর্যন্ত কুরাসাও ছয় ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়, জ্যামাইকার থেকে এক পয়েন্ট এগিয়ে। কোচ রেমকো বিসেন্টিনি’র শিষ্যরা পুরো টুর্নামেন্টজুড়ে শৃঙ্খলাপূর্ণ রক্ষণ, দ্রুতগতির আক্রমণ ও দলগত ঐক্যের দারুণ উদাহরণ দেখিয়েছে।
আগামী বছর প্রথমবার ৪৮ দল নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে কুরাসাও সবচেয়ে ছোট প্রতিনিধি হিসেবে অংশ নেবে।
গত জানুয়ারি অনুযায়ী, কুরাসাওয়ের জনসংখ্যা মাত্র ১ লাখ ৫৬ হাজার এবং আয়তন ৪৪৪ বর্গকিলোমিটার। নেদারল্যান্ডস রাজ্যের সাংবিধানিক দেশ কুরাসাও মূল কুরাসাও দ্বীপ ও জনবসতিহীন ‘লিটল কুরাসাও’ দ্বীপ নিয়ে গঠিত। ফিফা র্যাংকিংয়ে বর্তমানে তারা ৮২তম স্থানে অবস্থান করছে।
ডেক্স নিউজ/নিউজ টুডে 




























