ঢাকা ০৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২

শিবচরে এক্সপ্রেসওয়ে সংযোগ সড়কে ডাকাতি, দুই ব্যবসায়ী আহত

মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সংযোগ সড়কে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল প্রাইভেটকার ব্যবহার করে পথরোধ করে দুই গরু ব্যবসায়ীকে কুপিয়ে চার লাখ টাকা ছিনিয়ে নেয়। আহত ব্যবসায়ীরা শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।

বুধবার (১৯ নভেম্বর) ভোর ৬টার দিকে বন্দরখোলা চৌরাস্তা এলাকায় এই ঘটনা ঘটে। আহতরা হলেন পাঁচ্চর এলাকার রাজন মোল্লা (৬০) এবং আলাউদ্দিন দেওয়ান (৬৭)।

জানা গেছে, দুই ব্যবসায়ী পিকআপভ্যানে পাঁচ্চর এলাকা থেকে গরু কিনতে টেকেরহাট যাচ্ছিলেন। বন্দরখোলা চৌরাস্তার কাছে পৌঁছালে একটি প্রাইভেটকার তাদের গাড়ি থামিয়ে পথরোধ করে। বিষয়টি পরীক্ষা করতে গিয়ে প্রাইভেটকারে থাকা চার ডাকাত তাঁদের ওপর হঠাৎ আক্রমণ চালিয়ে কুপিয়ে জখম করে এবং চার লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।

আহত রাজন মোল্লা বলেন, “গাড়িটি রাস্তায় দাঁড়িয়ে দেখে ভেবেছিলাম কোনো সমস্যা হয়েছে। বিষয়টি দেখার চেষ্টা করতেই ডাকাতরা আমাদের ওপর হামলা চালায় এবং টাকা নিয়ে চলে যায়।”

শিবচর থানার ওসি মো. রকিবুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখনো কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০২৬ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

শিবচরে এক্সপ্রেসওয়ে সংযোগ সড়কে ডাকাতি, দুই ব্যবসায়ী আহত

আপডেট সময় : ০৩:৫৫:২৭ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সংযোগ সড়কে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল প্রাইভেটকার ব্যবহার করে পথরোধ করে দুই গরু ব্যবসায়ীকে কুপিয়ে চার লাখ টাকা ছিনিয়ে নেয়। আহত ব্যবসায়ীরা শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।

বুধবার (১৯ নভেম্বর) ভোর ৬টার দিকে বন্দরখোলা চৌরাস্তা এলাকায় এই ঘটনা ঘটে। আহতরা হলেন পাঁচ্চর এলাকার রাজন মোল্লা (৬০) এবং আলাউদ্দিন দেওয়ান (৬৭)।

জানা গেছে, দুই ব্যবসায়ী পিকআপভ্যানে পাঁচ্চর এলাকা থেকে গরু কিনতে টেকেরহাট যাচ্ছিলেন। বন্দরখোলা চৌরাস্তার কাছে পৌঁছালে একটি প্রাইভেটকার তাদের গাড়ি থামিয়ে পথরোধ করে। বিষয়টি পরীক্ষা করতে গিয়ে প্রাইভেটকারে থাকা চার ডাকাত তাঁদের ওপর হঠাৎ আক্রমণ চালিয়ে কুপিয়ে জখম করে এবং চার লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।

আহত রাজন মোল্লা বলেন, “গাড়িটি রাস্তায় দাঁড়িয়ে দেখে ভেবেছিলাম কোনো সমস্যা হয়েছে। বিষয়টি দেখার চেষ্টা করতেই ডাকাতরা আমাদের ওপর হামলা চালায় এবং টাকা নিয়ে চলে যায়।”

শিবচর থানার ওসি মো. রকিবুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখনো কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি।