
সাভারের জাতীয় স্মৃতিসৌধে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। তিনি বেদিতে পুষ্পমাল্য অর্পণ করেন, দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন এবং স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি গাছ রোপণ করেন।
ভুটানের প্রধানমন্ত্রী দুদিনের রাষ্ট্রীয় সফরে শনিবার (২২ নভেম্বর) সকাল ৮টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরে তাকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস স্বাগত জানান। সংক্ষিপ্ত বৈঠকে তারা বাংলাদেশের সাম্প্রতিক ভূমিকম্পে ক্ষয়ক্ষতি এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। এরপর প্রধানমন্ত্রী তোবগেকে তোপধ্বনি ও গার্ড অব অনার প্রদান করা হয়।
আজ দুপুরে তিনি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ও বাণিজ্য উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন এবং বিকেল ৩টায় প্রধান উপদেষ্টার দপ্তরে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে একান্ত বৈঠকে অংশ নেবেন। সন্ধ্যায় তাঁর সম্মানে একটি নৈশভোজের আয়োজন করা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সফরের মাধ্যমে ভুটান ও বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্ব আরও সুদৃঢ় হবে। পাশাপাশি নতুন অংশীদারত্ব ও সহযোগিতার সুযোগ উন্মোচিত হবে, যা দুই দেশের জন্য পারস্পরিক সুবিধা আনবে।
ডেক্স নিউজ/নিউজ টুডে 

























