ঢাকা ০৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২

মুশফিকুর রহিমের শততম টেস্ট, এক ম্যাচে সেঞ্চুরি আর ফিফটি

মিরপুর টেস্ট শুরুর আগ থেকেই ম্যাচটি হয়ে উঠেছিল মুশফিকুর রহিমের। কারণ, এটাই ছিল কোনো বাংলাদেশি ক্রিকেটারের শততম টেস্ট। আর সেই বিশেষ ম্যাচকে নিজের করে নিলেন দেশের সাবেক অধিনায়ক। প্রথম ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়ে দেখালেন, দ্বিতীয় ইনিংসেও ছুঁলেন ফিফটি।

দিনের শুরুতে নাজমুল হোসেন শান্ত আউট হয়ে গেলে ব্যাটিংয়ে নামেন মুশফিক। ১৭ রানে খেলতে থাকা অবস্থায় একটি ক্যাচ তুলে দেন, কিন্তু অভিষিক্ত কারমাইকেল সেই ক্যাচ ধরে রাখতে পারেননি। এরপর থেকে মুশফিক শান্ত এবং স্থিরভাবে খেলতে থাকেন। মধ্যাহ্ন বিরতির সময় তিনি ফিফটির থেকে মাত্র ছয় রান দূরে ছিলেন। বিরতির পর দ্রুত ফিফটি পূর্ণ করেন।

মুশফিকের প্রথম টেস্ট তেমন ভালো কাটেনি, যেখানে মাত্র ২৩ রানে আউট হন তিনি। কিন্তু শততম টেস্টে নিজস্ব ক্লাসের প্রমাণ দিয়েছেন তিনি। সেঞ্চুরি ও ফিফটি করে ম্যাচটিকে স্মরণীয় করে তুলেছেন।

শততম টেস্টে সেঞ্চুরি করা ব্যাটারের সংখ্যা এখন ১১। তবে মুশফিকই একমাত্র ব্যাটার যিনি একই ম্যাচে সেঞ্চুরি ও ফিফটি করেছেন। মাইলফলকের টেস্টে দু’টি সেঞ্চুরির রেকর্ড আগে শুধু রিকি পন্টিংয়ের নামেই ছিল। যদিও মুশফিক সেই রেকর্ডে পৌঁছাননি, তবুও তিনি তৈরি করেছেন এক বিরল কীর্তি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০২৬ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

মুশফিকুর রহিমের শততম টেস্ট, এক ম্যাচে সেঞ্চুরি আর ফিফটি

আপডেট সময় : ০২:৩৯:১০ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫

মিরপুর টেস্ট শুরুর আগ থেকেই ম্যাচটি হয়ে উঠেছিল মুশফিকুর রহিমের। কারণ, এটাই ছিল কোনো বাংলাদেশি ক্রিকেটারের শততম টেস্ট। আর সেই বিশেষ ম্যাচকে নিজের করে নিলেন দেশের সাবেক অধিনায়ক। প্রথম ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়ে দেখালেন, দ্বিতীয় ইনিংসেও ছুঁলেন ফিফটি।

দিনের শুরুতে নাজমুল হোসেন শান্ত আউট হয়ে গেলে ব্যাটিংয়ে নামেন মুশফিক। ১৭ রানে খেলতে থাকা অবস্থায় একটি ক্যাচ তুলে দেন, কিন্তু অভিষিক্ত কারমাইকেল সেই ক্যাচ ধরে রাখতে পারেননি। এরপর থেকে মুশফিক শান্ত এবং স্থিরভাবে খেলতে থাকেন। মধ্যাহ্ন বিরতির সময় তিনি ফিফটির থেকে মাত্র ছয় রান দূরে ছিলেন। বিরতির পর দ্রুত ফিফটি পূর্ণ করেন।

মুশফিকের প্রথম টেস্ট তেমন ভালো কাটেনি, যেখানে মাত্র ২৩ রানে আউট হন তিনি। কিন্তু শততম টেস্টে নিজস্ব ক্লাসের প্রমাণ দিয়েছেন তিনি। সেঞ্চুরি ও ফিফটি করে ম্যাচটিকে স্মরণীয় করে তুলেছেন।

শততম টেস্টে সেঞ্চুরি করা ব্যাটারের সংখ্যা এখন ১১। তবে মুশফিকই একমাত্র ব্যাটার যিনি একই ম্যাচে সেঞ্চুরি ও ফিফটি করেছেন। মাইলফলকের টেস্টে দু’টি সেঞ্চুরির রেকর্ড আগে শুধু রিকি পন্টিংয়ের নামেই ছিল। যদিও মুশফিক সেই রেকর্ডে পৌঁছাননি, তবুও তিনি তৈরি করেছেন এক বিরল কীর্তি।