
সরকারি সফরে ঢাকায় আগত ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে রোববার (২৩ নভেম্বর) রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন। দুপুর ১২টা থেকে ১২টা ৪০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত বৈঠকটি উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
সাক্ষাতে দুই নেতা বাংলাদেশের সঙ্গে ভুটানের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, পর্যটন, শিক্ষা, স্বাস্থ্য ও জলবায়ু পরিবর্তন মোকাবিলা সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
ঢাকায় নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত দাশো কর্মা হামু দর্জি এবং প্রধানমন্ত্রীর সফরসঙ্গী প্রতিনিধিদলও বৈঠকে উপস্থিত ছিলেন। ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের প্রশংসা করেন এবং ভুটানের জনগণের বন্ধুত্বের বার্তা জানান। রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন দুই দেশের জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক আরও জোরদার করার আগ্রহ ব্যক্ত করেন।
বৈঠকের শেষে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে স্মারক ছবি তোলেন এবং অতিথি বইয়ে স্বাক্ষর করেন।
ডেক্স নিউজ/নিউজ টুডে 

























