
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার কালামপুর আদর্শপাড়া এলাকায় অবস্থিত বাইতুস সালাত জামে মসজিদের ইমাম মাওলানা ইউসুফ আলী সিরাজীকে ১৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে শনিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ ঘটনায় থানায় একটি মামলা রুজু হয়েছে। পরে তাকে আদালতে প্রেরণের পর গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়।
কালিয়াকৈর থানা পুলিশের ওসি (অপারেশন) যোবায়ের আহমেদ জানান, অভিযোগটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। প্রাথমিক তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানিয়েছেন।
প্রতিনিধির নাম 
























