
চট্টগ্রামের মিরসরাইয়ে সংরক্ষিত পাহাড়ি বনাঞ্চলের গাছ চুরি ও উপকারভোগীদের জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় এক স্কুল শিক্ষক মোহাম্মদ নুরুল মোস্তফার বিরুদ্ধে। এ ঘটনায় বন আইনে তার নামে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
বন বিভাগের বড় তাকিয়া বিট কর্মকর্তা মোহাম্মদ মামুন বাদী হয়ে দায়ের করা মামলায় অভিযোগ করা হয়, ২০১৪-১৫ অর্থ বছরে সরকারি উদ্যোগে সৃজিত বনাঞ্চল নষ্ট করে উপকারভোগীদের জমিতে অবৈধভাবে লেবু বাগান স্থাপন করেন নুরুল মোস্তফা, যার ফলে প্রায় ৫০ জন উপকারভোগী ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়।
এছাড়া ২০২২ সালের ১৭ নভেম্বর সংরক্ষিত বনাঞ্চলের গাছ কাটার সময় বন বিভাগের অভিযানে নুরুল মোস্তফার নেতৃত্বে থাকা কয়েকজন পালিয়ে যায় এবং ঘটনাস্থলে কাটা ২৩টি বিভিন্ন প্রজাতির গাছ ও সরঞ্জাম ফেলে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় বন মামলা নং ১৮০/২০২২ দায়ের করা হয়।
ভুক্তভোগীদের দাবি, নুরুল মোস্তফা রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখল ও গাছ কেটে বাগান করেন। তবে সাম্প্রতিক সময়ে উপকারভোগীরা পুনরায় তাদের দখল ফিরে পেয়েছেন বলে জানান তারা। অভিযোগ রয়েছে, তিনি আবার নতুন করে জমি দখলের চেষ্টা চালাচ্ছেন।
অভিযুক্ত শিক্ষক নুরুল মোস্তফা অভিযোগ অস্বীকার করে বলেন, স্থানটি আগে জঙ্গল ছিল এবং তিনি নিজ উদ্যোগে ২০১৫ সালে বাগান করেছেন। মামলাটি বন বিভাগের উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে তিনি জানান, তিনি মামলায় জামিনে আছেন এবং নিয়মিত হাজিরা দিচ্ছেন।
প্রতিনিধির নাম 






















