
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস জানিয়েছে, তারা আপাতত ইসরাইলের পাঠানো কোনো রেকর্ড নিবন্ধনের আবেদন পর্যালোচনা করছে না। সম্প্রতি প্রতিষ্ঠানটি নতুন একটি ইসরাইলি আবেদন প্রত্যাখ্যান করার পর বিষয়টি প্রকাশ্যে আসে।
ইসরাইলের একটি কিডনি দান–উৎসাহদানকারী সংগঠন দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে সবচেয়ে বেশি কিডনি দাতার রেকর্ড নিবন্ধনের জন্য গিনেসের কাছে আবেদন করেছিল। আবেদন জমা দেওয়ার পর গিনেস প্রতিষ্ঠানটির উদ্দেশে পাঠানো চিঠিতে জানায় ‘আমরা বর্তমানে ইসরাইল থেকে রেকর্ড নিবন্ধনের আবেদনগুলো পর্যালোচনা করছি না।’
ইসরাইলি চ্যানেল এন১২-এর দাবি, এই সিদ্ধান্ত শুধু ইসরাইল নয়, পশ্চিম তীর ও গাজাকেও প্রভাবিত করছে। ‘মাতনাত চাইম’ নামের সংগঠনটি জানায়, তারা প্রায় দুই হাজার কিডনি দাতাকে একত্রিত করে একটি গ্রুপ ছবি পাঠিয়েছিল গিনেস রেকর্ডের জন্য; কিন্তু আবেদনটি স্থগিত করে দেওয়া হয়েছে।
গিনেস কর্তৃপক্ষ এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি এখনো দেয়নি। তবে ইসরাইলি সংগঠনটির অভিযোগ—এই সিদ্ধান্ত ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’।
ডেক্স নিউজ/নিউজ টুডে 


























