
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৫০ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে বড় রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক আদেশে এই বদলির বিষয়টি জানানো হয়।
আদেশে বলা হয়েছে, জনস্বার্থে ডিএমপিতে কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শকদের নামের পার্শ্বে উল্লেখিত থানায় বদলি বা পদায়ন করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই পদায়ন কার্যকর থাকবে। আদেশটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
(বদলিকৃত ওসিদের পূর্ণ তালিকা সংযুক্ত আদেশে রয়েছে।)
এর আগে সারা দেশে লটারির মাধ্যমে ৫২৭ থানায় নতুন ওসি পদায়ন করা হয়েছিল। তাদের তালিকায় “প্রস্তাবিত” হিসেবে উল্লেখ করা আছে। তবে মেট্রোপলিটন এলাকায় লটারি পদ্ধতি প্রযোজ্য হয়নি—এ এলাকার থানাগুলোর ওসি পদায়নের দায়িত্ব সংশ্লিষ্ট পুলিশ কমিশনারদের ওপরই দেওয়া হয়েছে।
পদায়নের পরিসরে—
-
ঢাকা রেঞ্জে (১৩ জেলা): ৯৮ থানা
-
চট্টগ্রাম রেঞ্জে (১১ জেলা): ১১১ থানা
-
খুলনা রেঞ্জে (১০ জেলা): ৬৪ থানা
-
ময়মনসিংহ রেঞ্জে (৪ জেলা): ৩৬ থানা
-
বরিশাল রেঞ্জে (৬ জেলা): ৪৬ থানা
-
সিলেট রেঞ্জে (৪ জেলা): ৩৯ থানা
-
রাজশাহী রেঞ্জে (৮ জেলা): ৭১ থানা
-
রংপুর রেঞ্জে (৮ জেলা): ৬২ থানার ওসি পদায়ন করা হয়েছে।
পুলিশ সদর দপ্তর জানিয়েছে, দেশে মোট থানার সংখ্যা ৬৩৯টি—এর মধ্যে জেলা পর্যায়ে ৫২৭টি এবং মেট্রোপলিটন এলাকায় ১১০টি। মেট্রো থানাগুলোতে ওসি পদায়ন অভ্যন্তরীণ পর্যবেক্ষণে কমিশনাররাই সম্পন্ন করেন।
প্রতিনিধির নাম 

























